Home খেলাধুলা বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার চূড়ান্ত দলে মেসিসহ ২৯ জন
খেলাধুলাফুটবল

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার চূড়ান্ত দলে মেসিসহ ২৯ জন

Share
Share

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ দুটি ম্যাচ সামনে রেখে আর্জেন্টিনা চূড়ান্ত দল ঘোষণা করেছে। কোচ লিওনেল স্কালোনি প্রাথমিকভাবে ঘোষিত ৩১ জনের দল থেকে বাদ দিয়েছেন ফরোয়ার্ড আনহেল কোরেয়া ও লেফট ব্যাক ফাকুন্দো মেদিনাকে। ফলে চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন ২৯ জন ফুটবলার, যাঁদের নেতৃত্ব দেবেন বিশ্বচ্যাম্পিয়ন দলের অধিনায়ক লিওনেল মেসি।

আগামী ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোরে বুয়েনস এইরেসে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের মাটিতে নিজেদের শেষ ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা। বাছাইয়ে ইতিমধ্যেই খেলার যোগ্যতা নিশ্চিত করা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা দুটি ম্যাচকে প্রস্তুতি হিসেবে দেখছে।

চূড়ান্ত স্কোয়াডে তিন নতুন মুখ এনেছেন স্কালোনি। প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন তরুণ মিডফিল্ডার ক্লদিও এচেভেরি, অ্যালান ভারেলা ও স্ট্রাইকার জোসে ম্যানুয়েল লোপেজ। পালমেইরাসের হয়ে ৪৬ ম্যাচে ১৭ গোল করা লোপেজকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কোচ, যিনি মনে করেন এই তরুণ স্ট্রাইকারের উপস্থিতি আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করবে। নিষেধাজ্ঞার কারণে বাইরে থাকা এনজো ফার্নান্দেজের জায়গায় ডিফেন্সিভ মিডফিল্ডার ভারেলাকে নেওয়া হয়েছে।

স্কোয়াডে গোলরক্ষকদের মধ্যে রয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ, ওয়াল্টার বেনিতেজ ও হেরোনিমো রুই। ডিফেন্ডারদের মধ্যে আছেন ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল, লিওনার্দো বালের্দি, হুয়ান ফয়থ, নিকোলাস তালিয়াফিকো, মার্কোস আকুনা ও হুলিও সোলের। মিডফিল্ডে জায়গা পেয়েছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এজেকুয়েল প্যালাসিওস, অ্যালান ভারেলা, লিয়ান্দ্রো পারেদেস, থিয়াগো আলমাদা, নিকো পাজ, রদ্রিগো দি পল ও জিওভান্নি লো সেলসো।

আক্রমণভাগে দলে রাখা হয়েছে ক্লদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, ভ্যালেন্তিন কারবোনি, জিউলিয়ানো সিমিওনে, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ ও জোসে ম্যানুয়েল লোপেজকে। বাদ পড়েছেন নিয়মিত খেলোয়াড় কোরেয়া ও মেদিনা, যাঁদের অনুপস্থিতি নিয়ে ইতিমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে বাঁ পায়ের লেফট ব্যাক মেদিনার না থাকা দলে ব্যালান্স নিয়ে প্রশ্ন তুলছে সমর্থকরা।

তবুও তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে গড়া এই দলকে নিয়ে আশাবাদী স্কালোনি। তাঁর বিশ্বাস, নতুন মুখগুলোর অভিষেক আর্জেন্টিনার ভবিষ্যৎ শক্তি বাড়াবে এবং সেপ্টেম্বরের শেষ দুটি ম্যাচ দলকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মা বাইরে কাজে ব্যস্ত,আগুনে পুড়ে প্রাণ গেল দেড় বছরের শিশুর

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ঘরের ভেতরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দেড় বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম ছোঁয়া খাতুন।...

মাত্র ৫ মাসে কোরআন হেফজ করেছে ৯ বছরের নুসরাত

মাত্র ৫ মাস ১১ দিনে পবিত্র কোরআন শরীফের ৩০ পারা মুখস্থ করে হাফেজা হওয়ার বিরল কৃতিত্ব অর্জন করেছে ৯ বছর বয়সী নুসরাত জাহান...

Related Articles

অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি 

ক্রিকেটারদের চলমান ধর্মঘট ও মাঠে নামতে অস্বীকৃতির কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)...

ভারতকে হারিয়ে নারী সাফ ফুটসালে বাংলাদেশের দাপুটে সূচনা

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হওয়া সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে চমৎকার সূচনা করেছে বাংলাদেশ...

সরকার ক্রিকেটারদের টাকা দেয় না, বরং ক্রিকেটারই সরকারকে ট্যাক্স দেয়: মিরাজ

বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে নজিরবিহীন অস্থিরতার মধ্যে জাতীয় দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ...

সব দায়িত্ব থেকে অব্যাহতি পাচ্ছেন নাজমুল ইসলাম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে তার দায়িত্ব...