২০০৯ সালের পিলখানা বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় দ্বিতীয় দফায় আরও দুই শতাধিক আসামির জামিন আবেদন করা হয়েছে। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ইব্রাহীম মিয়া আগামী রোববার এই জামিন আবেদনের বিষয়ে আদেশ দেবেন।
আজ বৃহস্পতিবার মামলার শুনানিতে একজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। এ পর্যন্ত ১,৩৪৪ জন সাক্ষীর মধ্যে ২৮৭ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।
রাষ্ট্রপক্ষের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) বোরহান উদ্দিন জানিয়েছেন, জামিন আবেদনকারী আসামিদের মধ্যে অনেকেই হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত। এর আগে, গত ১৯ জানুয়ারি আদালত হত্যা মামলায় খালাস পাওয়া ১৭৮ জন আসামিকে জামিন দিয়েছিলেন। তবে রাষ্ট্রপক্ষ এবারকার জামিন আবেদনের বিরোধিতা করেছে।
পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে সংঘটিত ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনায় দুটি মামলা হয়েছিল। এর মধ্যে হত্যা মামলার বিচারিক প্রক্রিয়া শেষ হয়ে এখন আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। তবে বিস্ফোরক আইনের মামলার বিচারিক কার্যক্রম এখনো চলমান।
Leave a comment