ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ও গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক ড. রেজা কিবরিয়া। তিনি হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে বিএনপির প্রতীক ‘ধানের শীষে’ প্রার্থী হিসেবে লড়তে পারেন বলে জানা গেছে।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেন ড. রেজা কিবরিয়া। তিনি বলেন, “আমি ইতোমধ্যে বিএনপিতে যোগ দিয়েছি এবং প্রাথমিক সদস্য ফরমও পূরণ করেছি। কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে যোগদানের ঘোষণা দেব। অবশ্যই আমি ধানের শীষ প্রতীকে আমার এলাকায় নির্বাচন করব।”
২০১৮ সালের জাতীয় নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে গণফোরামের প্রার্থী হিসেবে রেজা কিবরিয়া ধানের শীষ প্রতীক নিয়ে একই আসনে নির্বাচন করেছিলেন। তবে সে নির্বাচনে তিনি পরাজিত হন। এদিকে, বিএনপি গত সোমবার যে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে, তার মধ্যে হবিগঞ্জ-১ আসনটি ফাঁকা রেখেছে দলটি। এখন ধারণা করা হচ্ছে, সেই আসন থেকেই এবার রেজা কিবরিয়া বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাবেন।
উল্লেখ্য, রেজা কিবরিয়া ২০১৮ সালে গণফোরামে যোগ দিয়ে ঐক্যফ্রন্টের রাজনীতিতে যুক্ত হন। পরবর্তীতে তিনি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে গঠিত গণঅধিকার পরিষদে যোগ দেন এবং আহ্বায়ক হন। তবে কিছুদিন পর নুরের সঙ্গে মতপার্থক্যের কারণে তিনি দল থেকে নিজেকে গুটিয়ে নেন। দলটি বিভক্ত হলে একাংশের নেতৃত্ব দেন রেজা কিবরিয়া, অন্য অংশের নেতৃত্বে থাকেন নুর। বর্তমানে তিনি গণঅধিকার পরিষদের কোনো পদে নেই এবং দীর্ঘদিন ধরে রাজনীতির বাইরে ছিলেন। এবার বিএনপিতে যোগদানের মধ্য দিয়ে তিনি ফের সক্রিয় রাজনীতিতে ফিরছেন।
Leave a comment