বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব মোর্শেদসহ তিনজনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক ও কবি আবদুল হাই শিকদার। রোববার (২৩ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তিনি এ মামলা দায়ের করেন।
মামলার অপর দুই আসামি হলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আলম ও আসাদুজ্জামান আসাদ। মামলায় আসাদকে আওয়ামী লীগের অর্থ জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
আদালত মামলাটি আমলে নিয়ে তিন আসামিকে আগামী ২৮ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী আনোয়ারুল ইসলাম।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৬ জানুয়ারি মাহবুব মোর্শেদ তাঁর ফেসবুক আইডিতে একটি মনগড়া কবিতা পোস্ট করেন, যা আবদুল হাই শিকদারের লেখা বলে দাবি করেন আসামিরা।
আইনজীবী আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমার মক্কেল বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত সাংবাদিক ও কবি। তাঁর সম্পর্কে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য ফেসবুকে প্রকাশ করা হয়েছে। এতে তাঁর সামাজিক ও পেশাগত সম্মান ক্ষুণ্ন হয়েছে।’
মামলার অভিযোগে আরও বলা হয়েছে, আসামিরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া কবিতা তৈরি করে তা প্রচার করেছেন। এটি বিভিন্ন গণমাধ্যমেও ছড়িয়ে দেওয়া হয়েছে, যা বাদীর মানহানির কারণ হয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, আসামিদের আগামী ২৮ এপ্রিল আদালতে হাজির হয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করতে হবে
Leave a comment