Home জাতীয় বাকি রোজায় নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকার সম্ভাবনা
জাতীয়

বাকি রোজায় নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকার সম্ভাবনা

Share
Share

রমজান মাসের প্রায় অর্ধেক পেরিয়ে গেছে। বাজারে ছোলা, আলু ও পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক থাকলেও সয়াবিন তেলের দাম এখনো নির্ধারিত মূল্যের চেয়ে বেশি। তবে বোতলজাত সয়াবিনের সরবরাহ কিছুটা বাড়ছে, ফলে দামও কিছুটা কমছে।
শুক্রবার চট্টগ্রামের খাতুনগঞ্জ, চাক্তাই, পাহাড়তলী, রিয়াজউদ্দিন বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, পাইকারিতে বেচাকেনা কিছুটা কম হলেও খুচরা বাজারে ক্রেতাদের ভিড় রয়েছে। ব্যবসায়ীদের ধারণা, বাকি রোজাতেও নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বাড়বে না, তবে তা নির্ভর করবে চাহিদা ও সরবরাহের ওপর।
চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আহসান খালেদ বলেন, ‘বাজারে সব পণ্যের সরবরাহ ভালো থাকায় দাম বাড়ার আশঙ্কা কম। রোজার শুরু থেকেই দাম স্থিতিশীল ছিল, শেষ দিকেও তা থাকবে বলে আশা করা যায়।’
রোজার আগে থেকেই ছোলার দাম কম ছিল, কারণ চাহিদার তুলনায় আমদানি বেশি হয়েছে। খুচরা বাজারে প্রতি কেজি ছোলা ১০৫-১১০ টাকা দরে বিক্রি হচ্ছিল, যা এক পর্যায়ে ১১৫ টাকায় ওঠে। তবে বর্তমানে আবার ১১০ টাকার নিচে নেমে এসেছে।
ডালের বাজারও স্থিতিশীল রয়েছে। আমদানি করা মসুর ডাল ১২৫-১৩০ টাকা, মোটা মসুর ১০০-১০৫ টাকা এবং মটর ডাল ৬০-৬৫ টাকায় বিক্রি হচ্ছে, যা রোজার শুরু থেকেই একই রয়েছে।
বর্তমানে খাতুনগঞ্জে দেশি পেঁয়াজের দাম ৩০-৪০ টাকা প্রতি কেজি, আর খুচরা বাজারে দেশি ও আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০-৫৫ টাকায়। বাজারে দেশি পেঁয়াজের আধিক্য থাকায় দামও নিয়ন্ত্রিত রয়েছে।
গত চার মাস ধরে বোতলজাত সয়াবিন তেলের সংকট ছিল। এখন কিছুটা সরবরাহ বেড়েছে, তবে এখনো নির্ধারিত ১৭৫ টাকার চেয়ে বেশি দামেই বিক্রি হচ্ছে। চট্টগ্রামের খুচরা বাজারে এক সপ্তাহ আগে বোতলজাত সয়াবিন ২০০ টাকা দরে বিক্রি হলেও এখন তা ১৮৫ টাকার আশপাশে নেমে এসেছে।
সরকারি সংস্থাগুলো মনে করছে, সয়াবিনের সংকট কৃত্রিম, কারণ বিভিন্ন গুদাম ও দোকানে বিপুল মজুত পাওয়া গেছে। সম্প্রতি নগরের খতিবের হাট এলাকার একটি দোকান থেকে ৬,৭০০ লিটার বোতলজাত সয়াবিন উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ বছর রমজানে সবজির দাম বেশির ভাগ সময় স্থিতিশীল রয়েছে। রোজার আগে বেগুন ৩৫ টাকা, ক্ষীরা ৩০-৪০ টাকা, টমেটো ২০-৩০ টাকা, কাঁচা মরিচ ৪০-৬০ টাকা ও আলু ২০-৩০ টাকা দরে বিক্রি হয়েছে। বর্তমানে বেশির ভাগ সবজির দাম ৫০ টাকার নিচে রয়েছে, ফলে ক্রেতারা স্বস্তিতে কেনাকাটা করতে পারছেন।
সবজির দাম সহনীয় থাকলেও মাংসের দাম এখনো আগের মতোই বেশি।
ব্রয়লার মুরগি: ১৭৫-১৮৫ টাকা/কেজি
সোনালি মুরগি: ৩০০ টাকা/কেজি
গরুর মাংস (হাড়সহ): ৭৫০-৮০০ টাকা/কেজি
গরুর মাংস (হাড় ছাড়া): ৯৫০ টাকা/কেজি
খাসির মাংস: ১,০৫০-১,১০০ টাকা/কেজি
বাজার পরিস্থিতি দেখে ব্যবসায়ীরা বলছেন, বাকি রোজাতেও নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বাড়বে না। তবে সরবরাহ কমে গেলে কিংবা অতিরিক্ত চাহিদা দেখা দিলে কিছু পণ্যের দাম বাড়তে পারে। সরকারি সংস্থাগুলো বাজার মনিটরিং চালিয়ে যাচ্ছে, যাতে কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করতে না পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যু: ন্যায়বিচারের দাবি

মাগুরায় ধর্ষণের শিকার পাঁচ বছরের শিশু আছিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টায়...

ধর্ষণ মামলা করায় বাবাকে হত্যা, দুই জেলায় দুই লাশ উদ্ধার

বরগুনায় ধর্ষণ মামলার বাদীকে হত্যার অভিযোগ উঠেছে। অন্যদিকে ঢাকার ধামরাইয়ে এক অজ্ঞাত যুবকের লাশ এবং নরসিংদীর শিবপুরে নিখোঁজের ছয় দিন পর এক অটোরিকশাচালকের...

Related Articles

নর্থ ক্যারোলিনায় ভয়াবহ বিমান দুর্ঘটনা

নর্থ ক্যারোলিনার পিট-গ্রিনভিল বিমানবন্দরের কাছে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে...

তিন জেলায় পৃথক ধর্ষণের ঘটনায় এক কিশোরসহ তিনজন গ্রেপ্তার

লালমনিরহাটের হাতীবান্ধা ও রংপুরের তারাগঞ্জ উপজেলায় পৃথক ধর্ষণের ঘটনায় দুই তরুণকে আটক...

বাড়ি ফেরার আগেই কারাগারে মৃত্যু, অবশেষে দেশে গেল বিজলির লাশ

ভারতের নাগরিক বিজলি রায় (৪০) চার বছর আগে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার...

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জাতিসংঘের সঙ্গে যৌথ উদ্যোগ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অঙ্গীকার করেছেন যে, রোহিঙ্গারা যেন আগামী...