আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারত–বাংলাদেশ সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ভারতের সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান শশী থারুর। তিনি স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশ পাকিস্তান নয় এবং বাংলাদেশ থেকে ভারতে সন্ত্রাসী পাঠানো হয়নি, ফলে দুই দেশের সম্পর্ককে পাকিস্তান–ভারত সম্পর্কের সঙ্গে তুলনা করা সম্পূর্ণ ভুল।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে শশী থারুর বলেন, বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্ক ঐতিহাসিকভাবে ভিন্ন মাত্রার এবং পারস্পরিক আস্থা ও সহযোগিতার ওপর প্রতিষ্ঠিত। এ কারণে বাংলাদেশের সঙ্গে আচরণে সংবেদনশীলতা ও দায়িত্বশীলতা বজায় রাখা জরুরি।
আসন্ন আইপিএল টুর্নামেন্টে বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনায় ক্রিকেট অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়।
মুস্তাফিজ ইস্যুতে শশী থারুর বলেন, বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত নিন্দনীয় এবং খেলাধুলার মধ্যে অপ্রয়োজনীয় রাজনীতি প্রবেশ করেছে। তিনি প্রশ্ন তুলে বলেন, বিসিসিআই যখন নিজেই মুস্তাফিজকে যোগ্য খেলোয়াড় হিসেবে তালিকাভুক্ত করেছিল, তখন কেকেআরের তাকে দল থেকে বাদ দেওয়ার কোনো যুক্তিসংগত কারণ থাকতে পারে না।
ক্রিকেটকে রাজনীতি থেকে দূরে রাখার আহ্বান জানিয়ে থারুর বলেন, মুস্তাফিজ একজন পেশাদার ক্রীড়াবিদ। তিনি কোনো উসকানিমূলক বক্তব্য দেননি কিংবা বিতর্কে জড়াননি। তবু তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করা অন্যায় এবং অগ্রহণযোগ্য।
তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমের চাপ ও হঠকারী আবেগের ফল, যা ভারতের জাতীয় মর্যাদা ও কূটনৈতিক অবস্থানকে দুর্বল করে। পুরো ঘটনাকে তিনি ‘হাস্যকর’ ও ‘অবিবেচিত’ আখ্যা দিয়ে সতর্ক করেন যে, এমন পদক্ষেপ ভারত–বাংলাদেশের দীর্ঘদিনের সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পর্কের ক্ষতি করতে পারে।
Leave a comment