ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, শেখ হাসিনাকে ‘ফ্রি হ্যান্ড’ দেওয়ার মাধ্যমে ভারত বাংলাদেশের সার্বভৌমত্বকে উপেক্ষা করছে।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘দ্রোহের গ্রাফিতি’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিতে পারে, কিন্তু তাঁকে ‘ফ্রি হ্যান্ড’ দিয়ে বাংলাদেশে অরাজকতা তৈরির সুযোগ করে দিচ্ছে। ভারতের নীতিনির্ধারকেরা তাঁর উসকানিকে সমর্থন করছে, যা বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর ভয়ংকর হস্তক্ষেপ।
তিনি আরও বলেন, একটি স্বাধীন রাষ্ট্রের ওপর অন্য একটি দেশের এমন হস্তক্ষেপ চরমভাবে আন্তর্জাতিক রীতিনীতির লঙ্ঘন। ভারতের মতো গণতান্ত্রিক রাষ্ট্র ও তাদের সাংবাদিকরা কিভাবে এমন নির্লজ্জভাবে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের পক্ষ নেয়, তা বিস্ময়কর।
রিজভীর মতে, শেখ হাসিনার পাশাপাশি ভারতের নীতিনির্ধারকেরাও বাংলাদেশে গণতান্ত্রিক চেতনার বিকাশ সহ্য করতে পারছে না। তিনি বলেন, একটি গণতান্ত্রিক দেশের কাছ থেকে এমন আচরণ কাম্য নয়। ভারতের উচিত বাংলাদেশের গণতান্ত্রিক চর্চাকে সম্মান জানানো।
গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, প্রতিবিপ্লব সবসময় উঁকিঝুঁকি দেয়, তাই আমাদের সচেতন থাকতে হবে। যেন কোনো নৈরাজ্যের সুযোগ কেউ নিতে না পারে।
বর্তমান সময়ে সমালোচনার পরিবেশ কিছুটা উন্মুক্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন সমালোচনা করলে গুম বা ক্রসফায়ারের ভয় নেই। আমরা সরকারের সমালোচনা করব, তবে তাকে ব্যর্থ হতে দেব না।
‘দ্রোহের গ্রাফিতি’ বইটির প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী ও সৈয়দ আবদাল আহমেদ, এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ উপস্থিত ছিলেন।
Leave a comment