পারিবারিক কলহের জেরে বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অংকুজানপাড়া গ্রামে ছেলের হাতে গুরুতর আহত হয়েছেন বাবা ।
আহত ওয়াহাব সিকদারকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মো. আঃ ওয়াহাব সিকদারের স্ত্রী কাজল রেখা ও ছেলে আবুল কাশেমকে আটক করেছে পুলিশ।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল জানান, দীর্ঘদিন ধরে ওয়াহাব সিকদারের সঙ্গে তার স্ত্রী ও সন্তানদের পারিবারিক কলহ চলছিল।
সেই বিরোধের জের ধরেই শুক্রবার সকালে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে জখম করে তার ছেলে আবুল কাশেম। স্থানীয়রা দ্রুত আহত ওয়াহাব সিকদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত স্ত্রী ও ছেলেকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a comment