Home জাতীয় আইন-বিচার বরগুনায় ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের হুমকির মামলা
আইন-বিচার

বরগুনায় ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের হুমকির মামলা

Share
Share

বরগুনার আমতলী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান খানের বিরুদ্ধে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে মামলা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেত্রী। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হলে গত মঙ্গলবার এটি থানায় নথিভুক্ত হয়।
তবে মামলাটি ‘মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে এর প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার আমতলীতে মানববন্ধন করেছে উপজেলা ও পৌর ছাত্রদল। অভিযুক্ত ইমরান খান অভিযোগ অস্বীকার করে বলেন, ওই ছাত্রী ছাত্রলীগের সাবেক নেত্রী এবং রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন।
মামলার বাদী জানান, তিনি আগে ছাত্রলীগে ছিলেন, তবে ১৫ জুলাই পদত্যাগ করে আন্দোলনে যোগ দেন। তিনি ছাত্রদল নেতার বিরুদ্ধে নয়, ব্যক্তি ইমরান খানের বিরুদ্ধে মামলা করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, কলেজে যাওয়া-আসার পথে ইমরান খান ভুক্তভোগীকে উত্ত্যক্ত করতেন এবং প্রেমের প্রস্তাব দিতেন। রাজি না হওয়ায় তাঁর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এরপর ফেসবুকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। ১৫ মার্চ জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে ইমরান ক্ষিপ্ত হয়ে আবারও হুমকি দেন।
এজাহারে আরও বলা হয়, গত রোববার রাতে মাছবাজার থেকে ফেরার পথে ইমরান খান পথরোধ করে তাঁকে শ্লীলতাহানি করেন এবং মোটরসাইকেলে তোলার চেষ্টা করেন। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ইমরান কিলঘুষি মেরে পালিয়ে যান।
অভিযোগ প্রসঙ্গে ইমরান খান বলেন, ‘মামলার সময়কাল অনুযায়ী, আমি তখন ঢাকায় ছিলাম। এটি রাজনৈতিকভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা।’ তিনি দাবি করেন, তাঁর ফেসবুক আইডি হ্যাক করে ভুক্তভোগীর নামে বিভিন্ন পোস্ট দেওয়া হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ‘আদালতের নির্দেশ অনুযায়ী মামলাটি এজাহারভুক্ত করা হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইলন মাস্কের রাজনৈতিক সম্পৃক্ততা ও টেসলার শেয়ার পতন

​বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের কোম্পানি টেসলা সাম্প্রতিক মাসগুলোতে উল্লেখযোগ্যভাবে আর্থিক সংকটের সম্মুখীন হয়েছে। তিন মাসে টেসলার বাজারমূল্য ৭৬৩ বিলিয়ন ডলার কমে গেছে,...

মতপ্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রতি, আন্তর্জাতিক  নয় সংগঠনের আহ্বান ।

গতকাল লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে’র’ ওয়েবসাইটে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে, নয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। বিবৃতিতে উল্লেখ...

Related Articles

বদরগঞ্জে সাংবাদিক নির্যাতনের অভিযোগ, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

রংপুরের বদরগঞ্জে সাংবাদিক আবদুস সালাম বিশ্বাসকে মারধরের অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার...

এক ‘অ্যান্টিক কয়েনের’ দাম ২০ বিলিয়ন ডলার, এই প্রলোভনে প্রতারণা

২১ মার্চ ২০২৫ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে...

পুলিশের ধাওয়া খেয়ে ট্রাক উল্টে ডাকাত নিহত

নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় ডাকাতির চেষ্টার সময় পুলিশের ধাওয়ার মুখে...

বিয়ের আশ্বাসে ধর্ষণের সাজা সর্বোচ্চ ৭ বছর

বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের অপরাধে সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রেখে নারী...