ফেসবুক পেজে ইলিশ মাছ বিক্রির প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। নড়াইল জেলার দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যা ও বৃহস্পতিবার ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. সিফাত মোল্লা (২৫) ও মো. মাসুম বেগ (২৫)।
ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী এক ব্যক্তি গত ৫ জুলাই সকালে নিউমার্কেট এলাকার সংবাদপত্র বিক্রয়কেন্দ্রের সামনে নিজের ফোনে ফেসবুক ব্রাউজ করছিলেন। সেসময় তিনি ‘চাঁদপুর ইলিশ ঘাট’ নামের একটি পেজে মাছ বিক্রির আকর্ষণীয় বিজ্ঞাপন দেখতে পান। বিজ্ঞাপনের প্রলোভনে পড়ে তিনি হোয়াটসঅ্যাপে পেজে দেওয়া নম্বরে যোগাযোগ করেন এবং কথিত বিক্রেতাদের নির্দেশিত মোবাইল নম্বরগুলোতে বিকাশ ও অন্যান্য মাধ্যমে পর্যায়ক্রমে দুই লাখ টাকারও বেশি পাঠান। পরে বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন এবং নিউমার্কেট থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তে প্রযুক্তিগত বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ প্রথমে বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নড়াইল সদর উপজেলার রতনগঞ্জ বাজার থেকে সিফাত মোল্লাকে এবং পরদিন বৃহস্পতিবার ভোরে কালিয়া থানার একটি এলাকা থেকে মাসুম বেগকে গ্রেপ্তার করে। অভিযানে তাঁদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a comment