গত ২৪ ঘণ্টায় ফেনীতে ৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তারা ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগে জুন মাসে দুইজনের ডেঙ্গু আক্রান্ত হন।
এ নিয়ে ফেনীতে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এখন পর্যন্ত ফেনীর দুই উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১১ জন। এর মধ্যে ফেনী সদর উপজেলায় ১০ জন ও ছাগলনাইয়া উপজেলায় ১ জন। আক্রান্তদের মধ্যে ৭ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে ৩ জন চিকিৎসাধীন।
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম বলেন, গত ২৪ ঘন্টায় ফেনীতে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ জন। ডেঙ্গু পরিক্ষার জন্য ফেনীতে ১ হাজার ৪৪৫ কিট রয়েছে।
Leave a comment