ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুবায়ের শেখ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুবায়ের শেখ একই গ্রামের বাসিন্দা মাজেদ শেখের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুতের বোর্ডে আগে থেকেই ত্রুটি ছিল। সন্ধ্যায় আলো জ্বালানোর জন্য সুইচ চাপতে গেলে শর্টসার্কিট হয় এবং তাতেই জুবায়ের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে।
ঘটনার পরপরই পরিবারের সদস্যরা জুবায়েরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৮টার দিকে তার মৃত্যু হয়।
চুমুরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “বিদ্যুতের বোর্ড আগেই বিদ্যুতায়িত হয়ে ছিল। সেই সময় জুবায়ের সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে শর্টসার্কিট হয়ে যায়। পরিবার দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত আর বাঁচানো সম্ভব হয়নি।”
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের বলেন, “কিশোরকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আমাদের চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।”
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সংযোগের নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে রক্ষণাবেক্ষণ না হওয়ায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, যদি বাড়ির বিদ্যুৎ বোর্ড সময়মতো মেরামত করা হতো, তবে এ দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। নিহত জুবায়েরের অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a comment