প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক স্কুলছাত্রীকে অপহরণের ১৯ দিন পর গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্ত সোহেল (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।রোববার (২ নভেম্বর) দুপুরে ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। সোহেল বগুড়ার শেরপুর উপজেলার খানপুর চরপাড়া গ্রামের মাসুদ রানার ছেলে।
ধুনট থানার তদন্ত কর্মকর্তা এসআই মোখলেছুর রহমান জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার রাতে গাজীপুরের কাশিমপুর এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্ত সোহেলকে গ্রেফতার করা হয়। তিনি বলেন,“আদালতের আদেশে ভিকটিমকে তার মায়ের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।”
মামলা সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার অফিসারপাড়ার এক কিশোরী (১৪) ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ে যাতায়াতের পথে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন সোহেল। কিন্তু সোহেলের প্রেমে সাড়া দেয়নি স্কুলছাত্রী। ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি সোহেলের পরিবারকে জানানো হয়। এতে ওই ছাত্রীর ওপর ক্ষুব্ধ হয়ে উঠে সোহেল। গত ১২ অক্টোবর বিকেল ৪টার দিকে বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার সময় মন্দিরের সামনে রাস্তায় পৌঁছালে সোহেল ও তার সহযোগীরা ছাত্রীটিকে জোর করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়।
এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলায় সোহেলসহ তিনজনকে আসামি করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে ধুনট থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। অপহরণের পর থেকেই ধুনট থানা পুলিশ অভিযানে নামে। বিভিন্ন সূত্রে অনুসন্ধান চালিয়ে শেষ পর্যন্ত প্রযুক্তির সহায়তায় গাজীপুরের কাশিমপুর এলাকার একটি ভাড়া বাসায় অপহৃত স্কুলছাত্রীকে শনাক্ত করা সম্ভব হয়। এসআই মোখলেছুর রহমান বলেন,“সোহেল দীর্ঘদিন ধরে গাজীপুরে অবস্থান করছিল। উদ্ধার অভিযানে স্থানীয় পুলিশের সহযোগিতা নেওয়া হয়। তদন্তের স্বার্থে আরও কিছু তথ্য প্রকাশ করা যাচ্ছে না।”
রবিবার দুপুরে উদ্ধারকৃত স্কুলছাত্রীকে আদালতে হাজির করা হলে তার জবানবন্দি রেকর্ড করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে তার মায়ের হেফাজতে দেওয়া হয়। অপরদিকে, সোহেলকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে দেশে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে নারী ও কিশোরীদের ওপর সহিংসতা এবং অপহরণের ঘটনা বেড়েই চলেছে। সমাজবিজ্ঞানীরা বলছেন- নারীর প্রতি অসম্মান, সামাজিক নৈতিকতার অভাব ও অপরাধীদের দণ্ডহীনতা এই প্রবণতাকে বাড়িয়েছে।
Leave a comment