অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মন্ত্রণালয়গুলোর অভ্যন্তরীণ সংস্কারের তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম জানান, সংস্কার কমিশনের সুপারিশের বাইরেও মন্ত্রণালয় ও বিভাগগুলো নিজ উদ্যোগে নানা পদক্ষেপ নিচ্ছে। এসব উদ্যোগ সম্পর্কে জনগণকে অবহিত করতে বলেছেন প্রধান উপদেষ্টা।
প্রেস সচিব আরও জানান, সংস্কার কমিশনের প্রথম দিকের ১২১টি প্রস্তাবের মধ্যে ৭৭টিকে অতি-গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ২৪টি বাস্তবায়িত হয়েছে, বাকিগুলো বাস্তবায়নাধীন। এ ছাড়া বৈঠকে নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি অর্থ সংক্রান্ত কতিপয় আইন (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এর খসড়াও অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
প্রধান উপদেষ্টা মনে করেন, সংস্কারের ধারাবাহিকতা বজায় রাখতে জনগণের অংশগ্রহণ ও আস্থা নিশ্চিত করা জরুরি। তাই প্রতিটি মন্ত্রণালয়কে সংস্কার কার্যক্রমের তথ্য স্বচ্ছভাবে জানাতে হবে।

Leave a comment