পাসপোর্ট করতে এখন থেকে আর পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি এই ভেরিফিকেশন প্রক্রিয়াকে নাগরিক হয়রানি হিসেবে অভিহিত করেন।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত ডিসি সম্মেলনে এ ঘোষণা দেন প্রধান উপদেষ্টা।
ড. ইউনূস বলেন, ‘পাসপোর্ট আমার নাগরিক অধিকার। এটি নাগরিক পরিচয়পত্র, এখানে পুলিশের ভেরিফিকেশন প্রয়োজন নেই। আমরা আইন করে এই প্রক্রিয়া বাতিল করেছি। এ ধরনের হয়রানি বন্ধ করতে হবে।’
প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নারী, শিশু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব।’
তিনি জেলা প্রশাসকদের উদ্দেশ্যে বলেন, ‘দেশকে একটি টিম হিসেবে বিবেচনা করে কাজ করতে হবে। অন্যের রক্তচক্ষুকে উপেক্ষা করে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। অন্তর্বর্তীকালীন সময়ে এই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে হবে।’
উল্লেখ্য, পাসপোর্ট প্রক্রিয়া সহজ করতে সরকারের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সাধারণ নাগরিকরা।
Leave a comment