Home জাতীয় পহেলা বৈশাখে মানতে হবে যেসব নির্দেশনা
জাতীয়

পহেলা বৈশাখে মানতে হবে যেসব নির্দেশনা

Share
Share

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে আগামী ১৪ এপ্রিল  উদযাপিত হবে। এ উপলক্ষে ডিএমপি কিছু ট্রাফিক নির্দেশনাসমূহ মেনে চলার আহ্বান জানিয়েছে।

শনিবার (১২ এপ্রিল) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।

এতে বলা হয়,ডাইভারশন/ব্যারিকেড পয়েন্টসমূহ: ১৪ এপ্রিল সোমবার ভোর ৫টা হতে রমনা পার্ক (রমনা বটমূল), সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশের নিম্নলিখিত এলাকাসমূহে সড়কে যানচলাচল নিয়ন্ত্রণ করার লক্ষ্যে রাস্তা বন্ধ/রোড ডাইভারশন দেয়া হবে:

১। বাংলামোটর ক্রসিং/নেভি গ্যাপ ২। পুলিশ ভবন ক্রসিং ৩। সুগন্ধা ক্রসিং ৪। কাকরাইল চার্চ ক্রসিং ৫। কদম ফোয়ারা ক্রসিং ৬। হাইকোর্ট ক্রসিং (পূর্ব ও দক্ষিণ) ৭। দোয়েল চত্বর ক্রসিং ৮। রোমানা ক্রসিং ৯। ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ১০। জগন্নাথ হল ক্রসিং ১১। ভাস্কর্য ক্রসিং ১২। নীলক্ষেত ক্রসিং ও ১৩। কাঁটাবন ক্রসিং।
গাড়ি চলাচলের দিকনির্দেশনা:

রমনা পার্ক (রমনা বটমূল), সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ডাইভারশন পয়েন্টসমূহ ব্যতীত নিম্নলিখিত রাস্তাসমূহে যানবাহন চলাচল করবে। যানবাহন চলাচলের রাস্তাসমূহ নিম্নরূপ :

১। মিরপুর-ফার্মগেট হতে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন বাংলামোটর ক্রসিং বামে মোড় নিয়ে মগবাজার ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

২। গোলাপশাহ মাজার ক্রসিং-হাইকোর্ট ক্রসিং হতে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন কদম ফোয়ারা ক্রসিং-ইউবিএল ক্রসিং- নাইটিংগেল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

৩। সায়েন্সল্যাব ক্রসিং হতে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন মিরপুর রোড দিয়ে আজিমপুর ক্রসিং-চাঁনখারপুল ক্রসিং-বকশীবাজার ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

গাড়ি পার্কিং স্থানসমূহ:

১। নেভি গ্যাপ হতে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত।

২। মৎস্যভবন ক্রসিং হতে সেগুনবাগিচা পর্যন্ত (আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িসমূহ)।

৩। শিল্পকলা একাডেমি গলি (আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িসমূহ)।

৪। কাঁটাবন ক্রসিং হতে নীলক্ষেত ক্রসিং হয়ে পলাশী ক্রসিং পর্যন্ত।

৫। দোয়েল চত্বর ক্রসিং হতে শহীদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত।

৬। আব্দুল গনি রোড।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে  ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ব্রিটিশ সরকার চীনের ইস্পাত কারখানা দখলে নিল

যুক্তরাজ্য সরকার জাতীয়করণের মাধ্যমে চায়নার মালিকানাধীন ‘ব্রিটিশ স্টিল’ নামক ইস্পাত কারখানার নিয়ন্ত্রণ নিয়েছে । দেশটির সংসদের উচ্চকক্ষ বা হাউজ অব লর্ডস এবং রাজা...

পহেলা বৈশাখে মানতে হবে যেসব নির্দেশনা

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে আগামী ১৪ এপ্রিল  উদযাপিত হবে। এ উপলক্ষে ডিএমপি কিছু ট্রাফিক নির্দেশনাসমূহ মেনে...

Related Articles

জবিতে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে বৈশাখী মেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেছে...

নববর্ষের শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে নতুন বছরের শুভেচ্ছা...

আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠানসহ ২৪টি ঘর, ক্ষতি ৫ কোটি টাকা

ভয়াবহ অগ্নিকাণ্ডে বরগুনার তালতলী উপজেলার করাইবাড়িয়া বাজারে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘরসহ ২৪টি...

‘ফিফা’ বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে !

সারা দেশে আনন্দ ও উৎসবের পরিবেশ বিরাজ করছে পহেলা বৈশাখ উপলক্ষে ।...