রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পদোন্নতি পেয়ে নতুন ৯ জন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হয়েছেন। এত দিন তাঁরা প্রতিষ্ঠানগুলোর মহাব্যবস্থাপক (জিএম) ছিলেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত বৃহস্পতিবার তাঁদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে।
সবচেয়ে বেশি অর্থাৎ পাঁচজন ডিএমডি হয়েছেন সোনালী ব্যাংক থেকে। তাঁদের মধ্যে মো. রেজাউল করিম, মো. নূরুন নবী ও মোহাম্মদ শাহজাহানকে সোনালী ব্যাংকেই পদায়ন করা হয়েছে। আর মো. রফিকুল ইসলামকে বেসিক ব্যাংকে ও মো. নজরুল ইসলামকে জনতা ব্যাংকে পদায়ন করা হয়েছে।
অগ্রণী ব্যাংক থেকে ডিএমডি হয়েছেন দুজন। তাঁদের মধ্যে রূবানা পারভীনকে একই ব্যাংকে রাখা হলেও নূরুল হুদাকে পদায়ন করা হয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি)। এ ছাড়া কৃষি ব্যাংকের মোহা. খালেদুজ্জামানকে কৃষি ব্যাংকে এবং জনতা ব্যাংকের মো. আশরাফুল আলমকে জনতা ব্যাংকের ডিএমডি পদে পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর এমডি, ডিএমডি ও জিএম পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নীতিমালা-২০২৩ অনুসরণ করে তাঁদের পদোন্নতি দেওয়া হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। পদোন্নতি চূড়ান্ত করেছে একটি উচ্চপর্যায়ের কমিটি। এর আগে তাঁদের সাক্ষাৎকারও নেওয়া হয়েছে।
Leave a comment