স্থানীয় সরকার নির্বাচন, দ্রুত আয়োজন ও নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের দাবিতে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (২১ মে) দুপুর পৌনে ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশটি শুরু হয়।
এসময় তারা, স্থানীয় সরকার নির্বাচন ও জাতীয় নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিত করতে অবিলম্বে বর্তমান নির্বাচন কমিশন ভেঙে নতুন কমিশন গঠনের আহ্বান জানান।
বিক্ষোভ সমাবেশে স্বাগত বক্তব্য দেন এনসিপির কলাবাগান থানার প্রতিনিধি মাসুম বিল্লাহ।
এনসিপির সমাবেশকে কেন্দ্র করে নির্বাচন ভবন এলাকা ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।
Leave a comment