বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তুলেছেন, আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের কথা বললেও সেটি জুনে চলে যায় কীভাবে? বৃহস্পতিবার রাজধানীর উত্তরখান এলাকায় গরিব ও দুস্থদের মধ্যে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই প্রশ্ন রাখেন।
রিজভী অভিযোগ করেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট নির্দেশনা নেই। তিনি বলেন, “কথার সঙ্গে কাজের যথার্থ মিল থাকা উচিত। ডিসেম্বরে নির্বাচনের কথা বলা হলেও সেটি আবার জুনে চলে যায় কীভাবে?”
তিনি আরও বলেন, স্বাধীনতার মূলমন্ত্র ছিল গণতন্ত্র, কিন্তু স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগ বারবার গণতন্ত্র হরণ করেছে। তাদের শাসনামলে জনগণ প্রতারিত হয়েছে এবং বর্তমান সরকার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা কুক্ষিগত করেছে বলে দাবি করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে রিজভী বলেন, “তিনি জনগণের ক্ষমতা কেড়ে নিয়ে নিজেকে মালিক হিসেবে প্রতিষ্ঠা করেছেন। ব্যাংক ও বিমা লুটপাট করেছেন, বড় প্রকল্পের আড়ালে দুর্নীতির মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার করেছেন।”
সরকারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর সমালোচনা করে রিজভী অবিলম্বে জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান। পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
Leave a comment