রাজধানীর হাজারীবাগে তিনটি ট্যানারি কারখানায় লাগা আগুন দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে । হাজারীবাগের বাশার লেদার কারখানায় শনিবার (২১ জুন) রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তেই ইউসুফ লেদার ও ফেনী লেদারের কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ে।
আগুনের উপস্থিতি টের পেয়েই পার্শ্ববর্তী কারখানার কর্মচারীরা আগুন নেভাতে এগিয়ে আসেন। রাত পৌণে দুইটার দিকে ফায়ার সার্ভিস আসে।
প্রাথমিকভাবে আগুন নেভাতে দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে, পরে যোগ দেয় আরও দুইটি ইউনিট। সরু রাস্তার কারণে পথে দেরী আর পানির সল্পতায় ফায়ার ফাইটারদের আগুন নেভাতে বেগ পেতে হয়। পরে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, যদিও নির্বাপনে অনেক সময় লেগে যায়।
কর্মচারীদের অসাবধানতার কারণে আগুন লেগেছে বলে স্থানীয়দের ধারণা। আর কারখানায় কেমিকেল ও প্লাস্টিক পণ্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
হাজারিবাগ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সুভাস বাড়ই জানান, প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়েন্ত্রণে আনে।
আগুনের সূত্রপাতের কারণ নির্ধারণ করা যায়নি। হতাহতের ঘটনাও ঘটেনি। তবে কারখানা কর্তৃপক্ষ আশঙ্কা করছে যে, ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি ।
Leave a comment