বাগেরহাটের মোরেলগঞ্জে নিজের পাতা ফাঁদে পড়ে সাহেব আলী হাওলাদার (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার উমাজুরী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী সালমা বেগম জানান, সাহেব আলী ইঁদুর দমনের জন্য ইরি ধানের ক্ষেতে বিদ্যুতের সংযোগ দিয়ে ফাঁদ তৈরি করেছিলেন। অসতর্কতাবশত সেই ফাঁদে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
মোরেলগঞ্জ থানার ওসি মো. রকিবুল হাসান বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
Leave a comment