যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে আবারও ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার ভোরে ক্রাউন হাইটস এলাকার একটি রেস্তোরাঁয় গুলিবর্ষণে অন্তত তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও নয়জন। পুলিশ জানিয়েছে, এটি গ্যাং-সম্পর্কিত সহিংসতা হতে পারে।
নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানায়, ভোর ৩টা ২৭ মিনিটে ‘টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ’ নামের রেস্তোরাঁয় গোলাগুলির খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।
নিহতদের বয়স যথাক্রমে ১৯, ২৭ ও ৩৫ বছর। এর মধ্যে ১৯ বছর বয়সী এক তরুণ ঘটনাস্থলেই মারা যান, বাকিরা হাসপাতালে নেওয়ার পর মারা যান। আহত নয়জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তবে তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়।
এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ জানান, রেস্তোরাঁয় ভিড়ের মধ্যে ঝগড়ার জেরেই এ গোলাগুলি ঘটে। “এটি প্রাথমিকভাবে গ্যাং-সম্পর্কিত সহিংসতা বলে মনে হচ্ছে। কিছু ভুক্তভোগী সরাসরি জড়িত থাকতে পারেন, তবে নিরীহ মানুষও আক্রান্ত হয়েছেন,” বলে জানান তিনি।
তদন্তকারীরা ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্রের অন্তত ৪২টি খোসা উদ্ধার করেছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস ঘটনাটিকে “ভয়াবহ বন্দুক সহিংসতা” বলে উল্লেখ করেছেন। তিনি স্মরণ করিয়ে দেন, কয়েক সপ্তাহ আগেই ম্যানহাটনে আরেকটি বন্দুক হামলায় চারজন নিহত হয়েছিলেন, যাদের মধ্যে একজন এনওয়াইপিডি কর্মকর্তাও ছিলেন।
অ্যাডামস বলেন, “এ ধরনের সহিংসতা সম্প্রদায় ও শহরের ওপর গভীর ক্ষত তৈরি করে।” তিনি জানান, শহরজুড়ে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে ইতোমধ্যেই ২২ হাজারের বেশি অস্ত্র জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারকে সহায়তা ও প্রতিশোধমূলক সহিংসতা ঠেকাতে বিশেষ ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম মোতায়েন করা হয়েছে।
Leave a comment