নারায়ণগঞ্জ বন্দর উপজেলা এলাকা থেকে বিদেশি অস্ত্র ও গুলিসহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার গভীর রাতে ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ শান্তিনগর এলাকার থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ৭ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন বন্দর থানা এলাকার জাকির হোসেন মিয়ার ছেলে লিজান (২০) ও একই এলাকার তাওলাদ হোসেন মিয়ার ছেলে টিটু (৪০)।
বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রধারী ২ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a comment