নাটোরের বড়াইগ্রামে নয় বছর বয়সী তৃতীয় শ্রেণির ছাত্র মিনহাজ হোসেন আবীর হত্যার রহস্য পুলিশ উন্মোচন করেছে। এক প্রেস ব্রিফিংয়ে শুক্রবার (২৭ জুন) দুপুরে হত্যাকাণ্ডের বিবরন তুলে ধরা হয়।
বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড় এ সময় জানান, বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে মহিষভাঙ্গা গ্রামের মিলন হোসেনের ছেলে ‘আবীর’ বাইসাইকেল ও মোবাইল ফোন নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।
পরে রাত নয়টার দিকে তাদের বাড়ি থেকে সামান্য দূরে নির্মাণাধীন একটি মসলা ফ্যাক্টরী সংলগ্ন ভুট্টা ক্ষেতের পাশে সন্ধান মেলে আবীরের রক্তমাখা সাইকেলসহ মরদেহের ।
পুলিশ সুপার শোভন চন্দ্র আরও জানান, তদন্তে নেমে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ আবীরের প্রতিবেশী ৫ম শ্রেণীর এক শিক্ষার্থীকে আটক করে।
শিশুটি জানায়, মোবাইল ফোনে টিকটক করা নিয়ে আবীরের সাথে তার দ্বন্দ্ব হলে উভয়ের মধ্যে প্রথমে মারামারির ঘটনা ঘটে। এরই এক পর্যায়ে সে ইট দিয়ে আবীরের মাথায় ও মুখে আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় আবীরের। আটককৃত শিশুটিকে হাজির করা হবে আদালতে । পুলিশ জানিয়েছে, বয়সে শিশু হওয়ায় তার বিষয়ে আদালত সিদ্ধান্ত দেবে ।
Leave a comment