বুধবার নাটোরের বড়াইগ্রামে ঝড়-বৃষ্টিতে সীমানা প্রাচীর ধসে নিহত হয়েছে বিথি খাতুন নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রী । গতকাল সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিথি ওই এলাকার কৃষক আবু বক্করের বড় মেয়ে।
জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে হঠাৎ প্রবল ঝড় ও ভারি বৃষ্টি শুরু হয়। এ সময় বিথি বাড়ির সীমানা প্রাচীরের পাশে থাকা একটি ট্যাপ কলে হাত-পা ধুচ্ছিল । হঠাৎ করেই প্রচণ্ড ঝড়ো হাওয়া এবং অতিবৃষ্টির চাপে পুরনো প্রাচীরটি ধসে পড়ে বিথির ওপর। ভেঙে পড়া প্রাচীরের নিচে চাপা পড়ে সে। বিষয়টি দেখতে পেয়ে বিথির পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর আগেই বিথি মারা গেছে বলে চিকিৎসক জানান ।
বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারোওয়ার হোসেন বিথির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।
Leave a comment