Home আন্তর্জাতিক নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে জনতার ঢল
আন্তর্জাতিকজাতীয়

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে জনতার ঢল

Share
Share

মহান মে দিবস উপলক্ষে, রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করেছে বিএনপি । জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা। খণ্ড খণ্ড মিছিল আর স্লোগানে মুখরিত হয়ে ওঠেছে গোটা এলাকা। দুপুরের মধ্যেই সৃষ্টি হয়ছে জনস্রোত।

বৃহস্পতিবার (১ মে) সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে জমায়েত শুরু করেন দলটির নেতাকর্মী ও বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে, বেলা বাড়তেই তা রূপ নেয় জনসমুদ্রে।

জানা গেছে, লন্ডন থেকে ভার্চ্যুয়ালি সমাবেশে যুক্ত হবেন , বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । চলমান শ্রম পরিস্থিতি নিয়ে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা সমাবেশে উপস্থিত থাকবেন।

এদিকে সমাবেশের প্রথম পর্যায়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরা দেশাত্মবোধক গান ও গণসংগীত পরিবেশন করেছে।

এই সমাবেশের আয়োজন করেছে বিএনপির সহযোগী সংগঠন ‘জাতীয়তাবাদী শ্রমিক দল’ । সমাবেশে রাজধানী ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইলসহ আশপাশের জেলার নেতাকর্মীরা অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

সমাবেশে বেলা ১২টার দিকে অংশ নেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তিনি জানান, ‘আমরা যখন মিছিল সহকারে আসি তার আগেই নয়াপল্টন সড়ক শ্রমিক-জনতার অংশগ্রহণে পরিপূর্ণ হয়ে যায়। ফলে মূল সড়ক উপচে আশপাশের অলিগলিতে নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়। স্রোতের মতো মিছিল আসছে।’

মোহাম্মদপুর থেকে আসা পোশাক শ্রমিক আনোয়ার হোসেন বলেন, ‘অনেকদিন পরে আমরা সবাই একত্রিত হতে পারলাম। এই অনুভূতি ভাষায় বোঝানো যাবে না।’

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের জন্য মূল মঞ্চ করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাকিস্তানে পুলিশের গাড়িতে আইইডি বিস্ফোরণ, নিহত ৩

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খায়বার পাখতুনখোয়া প্রদেশে পুলিশের গাড়িকে লক্ষ্য করে শক্তিশালী আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দেরা ইসমাইল খান জেলার পানিয়ালা এলাকায়...

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে প্রত্যর্পণ করবে ভারত : প্রেস সচিব

জুলাই মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত, বাংলাদেশে প্রত্যর্পণ করবে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি...

Related Articles

জামালপুরে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে ২ জনের মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জে গ্যাসের ওষুধ ভেবে ভুল করে ইঁদুর মারার ট্যাবলেট সেবন করায়...

লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য আপাতত লন্ডনে...

সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ২ কোটি ৭৩ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় টানা এক সপ্তাহের বিশেষ অভিযানে প্রায়...

মোহাম্মদপুরে মা–মেয়েকে কুপিয়ে হত্যা

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। সোমবার (৮...