মহান মে দিবস উপলক্ষে, রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করেছে বিএনপি । জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা। খণ্ড খণ্ড মিছিল আর স্লোগানে মুখরিত হয়ে ওঠেছে গোটা এলাকা। দুপুরের মধ্যেই সৃষ্টি হয়ছে জনস্রোত।
বৃহস্পতিবার (১ মে) সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে জমায়েত শুরু করেন দলটির নেতাকর্মী ও বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে, বেলা বাড়তেই তা রূপ নেয় জনসমুদ্রে।
জানা গেছে, লন্ডন থেকে ভার্চ্যুয়ালি সমাবেশে যুক্ত হবেন , বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । চলমান শ্রম পরিস্থিতি নিয়ে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা সমাবেশে উপস্থিত থাকবেন।
এদিকে সমাবেশের প্রথম পর্যায়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরা দেশাত্মবোধক গান ও গণসংগীত পরিবেশন করেছে।
এই সমাবেশের আয়োজন করেছে বিএনপির সহযোগী সংগঠন ‘জাতীয়তাবাদী শ্রমিক দল’ । সমাবেশে রাজধানী ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইলসহ আশপাশের জেলার নেতাকর্মীরা অংশ নিচ্ছেন বলে জানা গেছে।
সমাবেশে বেলা ১২টার দিকে অংশ নেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তিনি জানান, ‘আমরা যখন মিছিল সহকারে আসি তার আগেই নয়াপল্টন সড়ক শ্রমিক-জনতার অংশগ্রহণে পরিপূর্ণ হয়ে যায়। ফলে মূল সড়ক উপচে আশপাশের অলিগলিতে নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়। স্রোতের মতো মিছিল আসছে।’
মোহাম্মদপুর থেকে আসা পোশাক শ্রমিক আনোয়ার হোসেন বলেন, ‘অনেকদিন পরে আমরা সবাই একত্রিত হতে পারলাম। এই অনুভূতি ভাষায় বোঝানো যাবে না।’
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের জন্য মূল মঞ্চ করা হয়েছে।
Leave a comment