ঢাকার নবাবগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে আনোয়ার হোসেন আরমান নামে এক যুবকের । এ ঘটনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে সরন ইসলাম নামে আরেকজনকে।
ঢাকার মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১২ জুলাই) রাত ১০টার দিকে মারা যান তিনি। নিহত আনোয়ার হোসেন আরমান উপজেলার বান্দুরা ইউনিয়নের সাদাপুর গ্রামের আরশেদ বেপারীর ছেলে। বাগমারা বাজারে একটি খাবারের দোকানে চাকরি করতেন তিনি। আহত সরন ইসলাম বক্সনগর গ্রামের মো. জাহাঙ্গীরের ছেলে।
জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বান্দুরা ইউনিয়নের চালনাই ব্রিজের ঢালে দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় । এতে আরমান ও সরন গুরুতর হন।
স্থানীয়রা আহত আরমানকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠান। পরে মিটফোর্ড হাসপাতাল নেয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন আরমানকে। সরন ইসলামকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে তাকে।
নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান, অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Leave a comment