নড়াইল সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে অনুমোদনহীন সয়াবিন তেল উৎপাদন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহানুর রহমান সেতু এবং বিচারক এ বি এম মনোয়ারুল আলম পৃথক অভিযানে শাস্তির আদেশ দেন। নড়াইল সদরের আউড়িয়া মোড়ের এ জে কনজ্যুমার প্রোডাক্টস প্রতিষ্ঠানে ভেজাল ও অনুমোদনহীন সয়াবিন তেল উৎপাদন হচ্ছিলো। প্রতিষ্ঠানটি খোলা তেল ব্যারেল থেকে মেশিনের মাধ্যমে তেল রিফাইন করে বোতলে ভরে ‘জারা’ ব্র্যান্ড নামে বাজারজাত করছিল।
বিএসটিআই অনুমোদন ছাড়াই তেল উৎপাদন, মোড়কে প্রতারণামূলক তথ্য প্রদানের পাশাপাশি অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা এবং উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধের নির্দেশ দেওয়া হয়। অভিযানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
সোমবার সকালে শহরতলীর পুরাতন বাস টার্মিনাল এলাকায় হাজী বিরিয়ানি হাউজে অভিযান চালানো হয়। এখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পচা খাবার ফ্রিজে সংরক্ষণের প্রমাণ মেলে। এ ঘটনায় বাবুর্চি আব্দুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে এবং নিরাপদ খাদ্য ও ভোক্তা সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হবে।
Leave a comment