মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের ধ্বংসস্তূপের নিচ থেকে বেরিয়ে থাকা একটি নিথর হাত—সেই হাতই মাকে চিনে নেওয়ার একমাত্র উপায় হয়ে উঠল এক সন্তানের জন্য। ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে দেশটির বহু ভবন ধসে পড়েছে, নিহত হয়েছেন অন্তত ১,৬০০ জন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মানুষদের সন্ধানে চলছে উদ্ধারকাজ, আর এর মধ্যেই অনলাইনে ছড়িয়ে পড়েছে এক হৃদয়বিদারক দৃশ্য।
ভিডিওতে দেখা যায়, এক যুবক ধ্বংসস্তূপের নিচ থেকে বেরিয়ে থাকা একজোড়া হাত ধরে কান্নায় ভেঙে পড়েছেন। সেই হাত চিনতে তার এক মুহূর্তও লাগেনি—এটাই তাঁর মায়ের হাত। মায়ের নিথর হাত মুঠো করে ধরে তিনি বলছেন, “মা, আমি আপনার ছেলে, আপনার নামে ধাম পাঠ করছি।” কান্না জড়ানো কণ্ঠে তিনি আরও বলেন, “দয়া করে আমার ব্যাপারে নিশ্চিন্ত থাকুন। আপনি যেখানে চান না, আমি সেখানেই যাব না। আমি বোকার মতো কিছু করব না। আমি ভালো থাকব, আপনি চিন্তা করবেন না।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও দেখে বিশ্বজুড়ে মানুষ শোকাহত। ওই যুবক নিজেকে নেপিডোর বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন, তবে ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ভূমিকম্পের পরও ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ জীবিত থাকার সম্ভাবনা রয়েছে, তবে উদ্ধারকাজের গতি তুলনামূলক ধীর। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ধ্বংসস্তূপের নিচ থেকে ভেসে আসছে অসংখ্য অসহায় মানুষের কান্না ও সাহায্যের আকুতি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই কণ্ঠগুলো স্তব্ধ হয়ে যাচ্ছে।
Leave a comment