রাজধানীর ধানমন্ডি ৮ নম্বর সড়কে ভিকারুননিসা স্কুলের গলিতে ছয়তলা একটি ভবনে র্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার ভোরে সংঘবদ্ধ একদল ডাকাত ভবনের নিরাপত্তাকর্মীদের মারধর করে ও বেঁধে রেখে প্রায় সাড়ে ৩৬ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে। ডাকাতরা পুলিশের ওপর হামলাও চালায়, তবে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে। পরে বৃহস্পতিবার আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ডাকাত দলের সদস্যরা র্যাবের জ্যাকেট ও ক্যাপ পরে ভুয়া পরিচয়ে ভবনে প্রবেশ করে। প্রথমে তারা ভবনের নিরাপত্তাকর্মীদের জানান, অভিযানের জন্য তাদের সঙ্গে ম্যাজিস্ট্রেট আছেন। সন্দেহ হওয়ায় নিরাপত্তাকর্মীরা বাধা দিলে তাদের মারধর করা হয় এবং জোর করে ফটক খুলে ফেলা হয়। এরপর ডাকাতেরা ভবনের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে লুটপাট চালায়।
ধানমন্ডি থানার টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদের ধরতে গেলে তারা পুলিশ সদস্যদের ওপর ছেনি ও রেঞ্জ দিয়ে হামলা চালায়। স্থানীয়দের সহায়তায় পুলিশ চারজনকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করে। আজ ভোরে হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে আরও দুই ডাকাতকে আটক করা হয়।
ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম মিন্টো রোডের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, গ্রেপ্তারদের মধ্যে তিনজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য, যারা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে এ ধরনের অপরাধ করে আসছিল। ডাকাতির কাজে ব্যবহৃত র্যাব লেখা জ্যাকেট, ক্যাপ, একটি মাইক্রোবাস, পাঁচটি মোবাইল ফোন, লোহার ছেনি এবং স্লাই রেঞ্জ জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার আটজনসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা হয়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে।
Leave a comment