রাজধানীর ধানমন্ডিতে মারিয়া আক্তার (১২) নামে এক কিশোরী গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গৃহকত্রী নাসরিন সুলতানা জানান, ধানমন্ডি ৯/১ নম্বর সড়কের ৩৬ নম্বর বাসায় তারা বসবাস করেন। প্রায় তিন মাস ধরে তাদের বাসায় কাজ করছিল মারিয়া। শনিবার দুপুরে তিনি বাজারে যান। বিকেল ৩টার দিকে বাসায় ফিরে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বিকল্প চাবি দিয়ে ভেতরে প্রবেশ করেন। এসময় তিনি দেখতে পান, মারিয়া ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছে। দ্রুত নিচে নামিয়ে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা তার জানা নেই বলে দাবি করেন গৃহকত্রী।
মারিয়ার নানী জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার খালশা গ্রামে। বাবা মাসুদ ইসলামের সঙ্গে তারা রায়েরবাজার এলাকায় থাকতেন। দুপুরে গৃহকত্রীর কাছ থেকে ফোনে জানতে পারেন মারিয়া গলায় ফাঁসি দিয়েছে এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে ঢামেকে এসে মরদেহ দেখতে পান। তবে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে পরিবার এখনো কিছু জানতে পারেনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক সাংবাদিকদের বলেন, ধানমন্ডি থেকে আনা কিশোরী গৃহকর্মীকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। তার গলায় ফাঁসের দাগ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Leave a comment