ধর্ষণের মামলায় ফাঁসির সাজা নির্ধারণসহ নারী ও শিশু নির্যাতন রোধে পাঁচ দফা দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। এ দাবিতে শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে সংগঠনটি। এতে জামায়াতের প্রায় হাজারখানেক নারী নেতাকর্মী অংশ নেন।
জামায়াতের নারী নেতাকর্মীরা সাধারণত দলীয় বার্তা পৌঁছাতে বাড়ি বাড়ি প্রচার চালালেও, সাম্প্রতিক সময়ে তারা প্রকাশ্য কর্মসূচি শুরু করেছে। শনিবারের মানববন্ধনে তারা ধর্ষণের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল— ‘বেঁচে থাকার নিরাপত্তা চাই’, ‘ধর্ষকদের জনসম্মুখে ফাঁসি চাই’, ‘ধর্ষণ মামলা ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে’, ‘ধর্ষণ মামলায় জামিন বাতিল করতে হবে’।
জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরন্নিসা সিদ্দিকা বলেন, ‘মাগুরার শিশু আছিয়া হত্যার রায় এক সপ্তাহের মধ্যে দিয়ে আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। ধর্ষকদের একমাত্র শাস্তি হবে ফাঁসি। জনসমক্ষে ধর্ষকদের ফাঁসি দিলে সমাজ থেকে ধর্ষণ দূর করা সম্ভব হবে।’
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী বলেন, ‘স্বৈরাচার সরকারের ছত্রছায়ায় ধর্ষণের বিস্তার ঘটেছে। অন্তবর্তীকালীন সরকারের প্রতি সমর্থন থাকলেও, পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনে যেতে হবে।’
মানববন্ধনে আরও বক্তৃতা করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নাজমুন্নাহার নীল, মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান ও মার্জিয়া বেগম।
Leave a comment