Home আঞ্চলিক দ্বিতীয় ক্যাম্পাসের দাবিতে জগন্নাথের ১২ শিক্ষার্থীর অনশন
আঞ্চলিকঢাকাশিক্ষা

দ্বিতীয় ক্যাম্পাসের দাবিতে জগন্নাথের ১২ শিক্ষার্থীর অনশন

Share
Share

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর ও অস্থায়ী আবাসন নিশ্চিতের দাবিতে ১২ শিক্ষার্থী শহীদ মিনার প্রাঙ্গণে অনশনে বসেছেন। রোববার সকালে শুরু হওয়া এ আন্দোলনে শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।

শিক্ষার্থীদের প্রধান তিনটি দাবি হলো: দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সেনাবাহিনীর হাতে হস্তান্তর, পুরান ঢাকার দুটি স্টিল বেইজড আবাসিক ভবনের নির্মাণকাজ শেষ করা, এবং শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা নিশ্চিত করা। ২০১৬ সালে কেরানীগঞ্জের তেঘরিয়ায় দ্বিতীয় ক্যাম্পাসের মহাপরিকল্পনা নেওয়া হলেও এখনো এর বেশিরভাগ কাজ সম্পন্ন হয়নি।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, প্রশাসনের দীর্ঘসূত্রতা ও গাফিলতির কারণেই প্রকল্পের কাজ থেমে আছে। অনশনকারী শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, “দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণে প্রশাসন কোনো দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম জানান, প্রকল্পের কাজ এগিয়ে নিতে প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে অনেক বিষয় ইউজিসি ও অন্যান্য প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল। সেনাবাহিনীর হাতে প্রকল্পের দায়িত্ব হস্তান্তরে কোনো রাজনৈতিক বাধা নেই বলেও তিনি উল্লেখ করেন।

দীর্ঘ সময় ধরে ঝুলে থাকা এই প্রকল্পের কারণে শিক্ষার্থীদের ক্ষোভ বাড়ছে। তারা মনে করেন, দাবি আদায়ে তাদের এই লড়াই বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতলেন ৩ জন

এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিনজন। তারা হলেন- জোয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট। সোমবার (১৩ অক্টোবর)  বিকেল ৩টা ৪৫ মিনিটের...

ঝিনাইদহে সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আউশিয়া গ্রামে রোববার (১২ অক্টোবর) রাতে বিষধর সাপের কামড়ে হৃদয় হোসেন নামের এক কলেজছাত্র মারা গেছেন। মৃত হৃদয় হোসেন ওই...

Related Articles

মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নেয়া সেই দুই ছাত্রী পাস

টাঙ্গাইলের সখীপুরে মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নেয়া সেই দুই ছাত্রী...

নাচোলে বিএনপির সংঘর্ষ, গুরুতর আহত দুই ভাইয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত দুই কর্মী মিলন আলী...

গোপালগঞ্জে ৪০ গ্রাম গাঁজাসহ মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযান চালিয়ে ২৫ বছর...

মায়ের অসুস্থতার কারণে দেরিতে আসা আনিসা এইচএসসিতে দুই বিষয়ে ফেল

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসা...