চীনে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ শনিবার রাত ৮টা ১০ মিনিটে তিনি ও তাঁর সফরসঙ্গীরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বুধবার মুহাম্মদ ইউনূস চীনের বোয়াও ফোরামে অংশ নিতে চার দিনের সফরে যান। সফরকালে তিনি বিশ্বখ্যাত ও চীনের বৃহৎ কোম্পানির প্রধান নির্বাহীদের (সিইও) সঙ্গে বৈঠক করেন।
Leave a comment