স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চলতি বছরের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সরকার বিশেষ ব্যবস্থা নিয়েছে। গত বছরের তুলনায় এবার আইনশৃঙ্খলা রক্ষায় আরও জোর দেওয়া হবে।
আজ বুধবার রমনা কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, পূজা উপলক্ষে কোনো ধরনের হামলার হুমকি নেই। তবে পূজা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সরকার ২৪ ঘণ্টা মনিটরিং করার সিদ্ধান্ত নিয়েছে। এ উদ্দেশ্যে একটি নতুন অ্যাপ চালু করা হয়েছে, যা দুর্ঘটনা বা সমস্যা সনাক্ত হওয়া মাত্র সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে সতর্ক করবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা সকলকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “এটি একটি ধর্মীয় অনুষ্ঠান। সকলকে ধর্মীয় নিয়ম মেনে একসঙ্গে কাজ করতে হবে।”
জাহাঙ্গীর আলম আরও জানান, পূজা উদযাপনের জন্য সরকার বরাদ্দ বাড়িয়েছে। গত বছরের চার কোটি টাকার বরাদ্দ এবার পাঁচ কোটি টাকা করা হয়েছে। সেই সঙ্গে পূজা মণ্ডপের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। প্রয়োজনে আরও সহায়তা দেওয়া হবে।
তিনি আশ্বাস দিয়েছেন, সরকারের এই পদক্ষেপের ফলে দুর্গাপূজা উৎসব শান্তিপূর্ণ ও আনন্দময় হবে।

Leave a comment