Home জাতীয় আইন-বিচার তিন জেলায় পৃথক ধর্ষণের ঘটনায় এক কিশোরসহ তিনজন গ্রেপ্তার
আইন-বিচারজাতীয়

তিন জেলায় পৃথক ধর্ষণের ঘটনায় এক কিশোরসহ তিনজন গ্রেপ্তার

Share
Share

লালমনিরহাটের হাতীবান্ধা ও রংপুরের তারাগঞ্জ উপজেলায় পৃথক ধর্ষণের ঘটনায় দুই তরুণকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। পরে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলার পর আজ শুক্রবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জে দ্বিতীয় শ্রেণিতে পড়া এক শিশুকে (৭) ধর্ষণের অভিযোগে এক কিশোরকে (১৪) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে পাবনার বেড়া উপজেলার একটি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রংপুরের তারাগঞ্জে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের সময় গতকাল বৃহস্পতিবার দুপুরে হাতেনাতে সাগর ইসলাম (২০) নামের এক তরুণকে আটক করেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ তাঁকে থানায় নিয়ে আসে। রাতে ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলা করলে তাঁকে গ্রেপ্তার গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ, ভুক্তভোগীর পরিবার ও মামলার সংক্ষিপ্ত এজাহার সূত্রে জানা যায়, গতকাল কাজের তাগিদে কিশোরীর বাবা বাড়ির বাইরে চলে যান। দুপুরে তাঁর মা তাঁকে বাড়িতে রেখে রান্নার খড়ি সংগ্রহ করতে পাশের একটি বাঁশ বাগানে যান। এ সুযোগে ওই কিশোরীকে বাড়িতে একা পেয়ে সাগর তাঁর মুখ চেপে ধরে ধর্ষণ করেন। কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে সাগরকে হাতেনাতে আটক করেন। খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থল থেকে সাগরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
কিশোরীর বাবা বলেন, ‘কাজ না করলে পেটে ভাত যায় না। আমার মেয়েটার সর্বনাশ করে দিল। আমি এর সঠিক বিচার চাই।’ কিশোরীর মা বলেন, মেয়েটাকে বাড়ির উঠান ঝাড়ু দিতে বলে তিনি রান্নার জন্য খড়ি সংগ্রহ করতে গিয়েছিলেন। একা পেয়ে সাগর মেয়েটার সর্বনাশ করেছে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, হাতেনাতে আটক করে ওই তরুণকে পুলিশে দেন এলাকাবাসী। এ ঘটনায় রাতে কিশোরীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা করেন। আজ আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে লালমনিরহাটের হাতীবান্ধায় সাড়ে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে জহুরুল মোল্লা (২২) নামের তরুণকে আটক করে পুলিশে দেন এলাকাবাসী। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাতে শিশুটির বাবা বাদী হয়ে ওই তরুণের বিরুদ্ধে মামলা করেন।
গ্রেপ্তার জহুরুল বরিশালের আগৈলঝাড়া উপজেলার আসকর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে লালমনিরহাটের একটি হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি নিশ্চিত করে হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী বলেন, জহুরুলকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ, এলাকাবাসী ও মামলার সংক্ষিপ্ত এজাহার সূত্রে জানা গেছে, জহুরুল ইসলাম উপজেলার একটি গ্রামের চরে কাজের জন্য অন্যদের সঙ্গে তাবু খাঁটিয়ে অবস্থান করছিলেন। বিদ্যুৎ–সংযোগ নেওয়ার অজুহাতে গতকাল বিকেলে তিনি ভুক্তভোগী শিশুটির বাড়িতে যান। তখন বাড়িতে শিশুটিকে একা পেয়ে ২০ টাকার লোভ দেখিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করেন। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে শিশুটির চিৎকারে তার মা পাশের বাড়ি থেকে বাড়িতে এলে জহুরুল পালানোর চেষ্টা করে। পরে এলাকাবাসী জড়ো হয়ে জহুরুলকে আটক করে পুলিশে দেন। বর্তমানে শিশুটি লালমনিরহাটের একটি হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জে দ্বিতীয় শ্রেণিতে পড়া এক শিশুকে (৭) ধর্ষণের অভিযোগে এক কিশোরকে (১৪) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে পাবনার বেড়া উপজেলায় মামার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গতকাল বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে ওই কিশোরের বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত কিশোরের বাড়িতে একটি শিশুশিক্ষা কেন্দ্র আছে। গত রোববার সকালে সেখানে ছোট ভাইবোনকে রেখে আসতে যায় ভুক্তভোগী শিশুটি। তখন শিশুটিকে কৌশলে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে ওই কিশোর। শিশুটি অসুস্থ হয়ে পড়লে মাথায় পানি ঢেলে বাড়িতে পাঠানো হয়। ওই দিন বিকেলে আবার শিশুটি অসুস্থ হয়ে পড়ে। তখন সে স্বজনদের ধর্ষণের বিষয়টি জানায়। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল সিরাজগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক নাজমুল হক বলেন, অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তারের পর আজ দুপুরের কিছুক্ষণ পর সিরাজগঞ্জ ডিবি কার্যালয়ে আনা হয়। বিকেলে আদালতের নির্দেশে তাঁকে গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাড়ি ফেরার আগেই কারাগারে মৃত্যু, অবশেষে দেশে গেল বিজলির লাশ

ভারতের নাগরিক বিজলি রায় (৪০) চার বছর আগে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার হয়ে ছয় মাসের সাজা পান। তবে, পরিবারের খোঁজ না মেলায় তিনি...

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জাতিসংঘের সঙ্গে যৌথ উদ্যোগ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অঙ্গীকার করেছেন যে, রোহিঙ্গারা যেন আগামী বছর মিয়ানমারের রাখাইন রাজ্যে ফিরে গিয়ে ঈদ উদযাপন করতে পারেন, সে...

Related Articles

লালচুলো মানুষদের অস্ত্রোপচারের আগে চেতনানাশক লাগে ২০ শতাংশ বেশি!

গবেষণায় দেখা গেছে, লালচুলো মানুষদের অস্ত্রোপচারের আগে সাধারণ মানুষের তুলনায় ২০ শতাংশ...

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ২৮ মার্চ

আগামী ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের...

খুলনায় বিএনপি নেতা মনিরের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ

খুলনা নগরীর সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর হাফিজুর রহমান মনিরের...

পুলিশের পরিত্যক্ত পোশাক উদ্ধারের ঘটনায় তোলপাড়

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় পুলিশের ব্যবহৃত পোশাক উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য...