ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগের প্রভাষক আদীব শাহরিয়ার জামানকে মারধরের অভিযোগ উঠেছে মিরপুর সুপার লিংক (৩৬ নম্বর) বাসের চালক ও সহকারীর বিরুদ্ধে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এক ফেসবুক স্ট্যাটাসে এই অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষক।
আদীব শাহরিয়ার জামান সাংবাদিকদের জানান, মিরপুর সুপার লিংক (৩৬ নম্বর) পরিবহনের বাসের চালক ও সহকারী লোকজনের সামনে তাকে মারধর করেছেন। ঘটনাটি ঘটার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিরপুর সুপার লিংকের অন্তত পাঁচটি বাস ক্যাম্পাসে নিয়ে আসেন।
এ ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। তারা দোষীদের শাস্তি দাবি করেছেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
Leave a comment