দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, “বর্তমানে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। সন্ধ্যার পর ঢাকা শহরে মানুষ ঘর থেকে বের হতে ভয় পায়।”
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আড়াইসিধা ইউনিয়ন বিএনপি জনসভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন রুমিন ফারহানা।
তিনি আরও বলেন, “বিএনপি নির্বাচনের জন্য বারবার তাগাদা দিচ্ছে কারণ নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা বজায় থাকে না। দেশে সংকট থেকে উত্তরণের উপায় হলো নির্বাচন, যেখানে জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠিত হবে।”
এছাড়া, তিনি বর্তমান সরকারের প্রতি জনগণের মালিকানা না কেড়ে নেওয়ার আহ্বান জানান।
Leave a comment