Home আঞ্চলিক ঢাকার আকাশে আতশবাজির ঝলকানি: নতুন বছরকে বরণ করল নগরবাসী!!!
আঞ্চলিকঢাকা

ঢাকার আকাশে আতশবাজির ঝলকানি: নতুন বছরকে বরণ করল নগরবাসী!!!

Share
Share

ঢাকার আকাশ খ্রিষ্টীয় নতুন বছরের প্রথম প্রহরে আলোকসজ্জায় ঝলমল করে ওঠে। মঙ্গলবার রাত ১২টা বাজতেই পুরান ঢাকার রায়সাহেব বাজার এলাকা থেকে শুরু করে নগরীর বিভিন্ন প্রান্তে আতশবাজি আর পটকার আওয়াজে ভরে ওঠে পরিবেশ। বাসার ছাদে ছোট-বড় সবাই মিলিত হয়ে উল্লাসে মেতে ওঠেন এবং নববর্ষ ২০২৫ কে স্বাগত জানান।

এদিকে সন্ধ্যা থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমেও ‘হ্যাপি নিউ ইয়ার’ বার্তায় শুভেচ্ছা বিনিময়ের ধুম পড়ে যায়।

প্রতিবছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বর্ষবরণে কড়া বিধিনিষেধ আরোপ করা হয়। সন্ধ্যা থেকে তল্লাশিচৌকি স্থাপন করায় বহিরাগতদের প্রবেশ বন্ধ ছিল। তবে বিশ্ববিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী সেখানে জড়ো হয়ে সীমিত পরিসরে নতুন বছর উদ্‌যাপন করেন।

অন্যদিকে, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে রাত ১১টার পর থেকেই উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। মানুষ এবং যানবাহনে এক পাশ পরিপূর্ণ হয়ে ওঠে। রাত ১২টা বাজতেই আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন উপস্থিত জনতা।

তবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) থার্টি ফার্স্ট নাইট ও নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে আতশবাজি, পটকা ফাটানো এবং ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছিল। অনুমতি ছাড়া উন্মুক্ত স্থানে অনুষ্ঠান বা সমাবেশ আয়োজনেও ছিল নিষেধাজ্ঞা।

তবুও, বর্ষবরণের উৎসব মানুষের উচ্ছ্বাসে নিষেধাজ্ঞার বাঁধ ভেঙে যায়। পুরান ঢাকা, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকার ছাদগুলো থেকে আতশবাজির ঝলকানি দেখা গেছে। রাজধানীরসড়কেও মানুষের আনন্দের ঢল ছিল স্পষ্ট।

২০২৫ সালের শুরুতে ঢাকার আকাশ যেমন রঙিন হয়ে উঠেছিল, তেমনি উৎসবমুখর পরিবেশে নগরবাসীর উদযাপন অন্য রকম এক বার্তা দিয়েছে—সব বাধা পেরিয়ে আনন্দ ভাগাভাগির স্পৃহা অমলিন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক ছিন্নের সিদ্ধান্ত নিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সব ধরনের ব্যক্তিগত ও রাজনৈতিক যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি...

পারমাণবিক বৈঠকের খবর অস্বীকার করলেন খাজা আসিফ

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ শনিবার দুপুরে সাফ জানিয়ে দিয়েছেন, পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত শীর্ষ সংস্থা ন্যাশনাল কমান্ড অথরিটি (এনসিএ)-র কোনো জরুরি বৈঠক হয়নি...

Related Articles

চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে একসাথে ছয় সন্তানের জন্ম

চট্টগ্রাম, ১০ মে – ন্যাশনাল হাসপাতাল চট্টগ্রাম লিঃ এ আজ এক অবিস্মরণীয়...

লাউ গাছের সাথে এ কেমন শুত্রুতা, থামছেনা কৃষক দম্পতির আহাজারি।

মো: আলমগীর, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি। ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর শিংপাড়া গ্রামের এক...

পটিয়ার পাহাড়ে ‘অপহরণ বাণিজ্য’, প্রাণভয়ে গ্রামবাসী

এক ভয়াবহ বাস্তবতার নাম হচ্ছে চট্টগ্রামের পটিয়ার পাহাড়ি এলাকা । অপহরণকারীদের নিরাপদ...

সেনা অভিযানে খাগড়াছড়িতে ১১০ লিটার মদসহ ২ জন আটক।

সেনা অভিযানের মাধ্যমে খাগড়াছড়ির গুইমারা থেকে  ১১০ লিটার দেশীয় তৈরি বাংলা মদসহ...