ঢাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় হেজাজবিন আলম ওরফে এজাজ (৩২) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
সংগঠনটি আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত শনিবার ডিবি পুলিশ জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল থেকে এজাজকে গ্রেপ্তার করে। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
এজাজের পরিবারের অভিযোগ, তিনি জামিনে থাকা সত্ত্বেও ডিবি পুলিশ তাঁকে হাসপাতাল থেকে ধরে নিয়ে যায় এবং তাদের হেফাজতেই তাঁর মৃত্যু হয়। তবে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান দাবি করেছেন, এজাজ ডিবি হেফাজতে মারা যাননি। তিনি কিছুদিন আগে জামিনে মুক্তি পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এমএসএফ মনে করে, পুলিশের এই ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় এবং এজাজের মৃত্যু নিয়ে বিস্তারিত তদন্ত করা উচিত। সংগঠনটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
Leave a comment