রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকার একটি বাসায় ডাকাতদের হামলায় খুন হয়েছেন ইসমাইল খান (৮০) নামের এক বৃদ্ধ। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী সালেহা বেগম (৭০)।
মঙ্গলবার (৮ জুলাই) ভোরের দিকে এ ঘটনা ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় আহত বৃদ্ধাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের হাসপাতালে নিয়ে আসা সুলতান মিয়া নামের এক ব্যক্তি বলেন, যাত্রাবাড়ীর বিবির বাগিচার ইত্যাদি গলির একটি বাসায় ভোরে ডাকাত সদস্যরা ডাকাতি করার জন্য যায়। এসময় ইসমাইল হোসেন বাধা দিলে শ্বাসরোধ করে হত্যা করা হয় তাকে ।
পরে স্ত্রী বাধা দিলে তাকে ও বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে আঘাত করে ডাকাত সদস্যরা। পরে তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ইসমাইল খানকে চিকিৎসক মৃত ঘোষণা করে, তার স্ত্রী চিকিৎসাধীন রয়েছেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে মরদেহ। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে। তিনি জানান, এই ঘটনায় নিহতের স্ত্রী গুরুতর আহত হয়। জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে। তার অবস্থা গুরুতর বলে চিকিৎসক জানিয়েছেন।
Leave a comment