যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদালতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তাঁর প্রশাসনের কাজে বাধা দেওয়া বন্ধ করতে হবে। বৃহস্পতিবার ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে বিচার বিভাগের সমালোচনা করেন।
ট্রাম্প প্রশাসন সম্প্রতি ভেনেজুয়েলার কয়েক শ নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করে এল সালভাদরে পাঠানোর ঘটনায় আদালতের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। ওয়াশিংটনের কেন্দ্রীয় সরকারের বিচারক জেমস বোসবার্গ এই বহিষ্কার কার্যক্রমের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বিষয়টি পর্যালোচনার নির্দেশ দেন। তিনি জানান, ট্রাম্প প্রশাসন আদালতের আদেশ উপেক্ষা করে অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দিয়েছে এবং আগামী মঙ্গলবারের মধ্যে এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে হবে।
ট্রাম্প প্রশাসন বলছে, বহিষ্কৃত ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘অনিয়মিত যুদ্ধ’ চালাচ্ছিলেন এবং তাদের কারাগারে রাখার জন্য মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের সঙ্গে চুক্তি হয়েছে। তবে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ট্রাম্প প্রশাসন দ্রুত এই বহিষ্কার কার্যক্রম চালায়, যা সাংবিধানিক সংকট সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস এক বিবৃতিতে ট্রাম্পের বক্তব্যের বিষয়ে সতর্ক করেন এবং বলেন, বিচার বিভাগের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিলে অভিশংসন কোনো সমাধান নয়। আদালতের আদেশ মান্য করা বাধ্যতামূলক।
বৃহস্পতিবার ট্রাম্প আদালতের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের দেশকে রক্ষা করা হবে, আদালত যেন এই পথে বাধা সৃষ্টি না করে।’ তাঁর মতে, বিচারকদের ‘অতি পক্ষপাতমূলক আচরণ’ যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে।
জেমস বোসবার্গ ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, আগামী মঙ্গলবারের মধ্যে আদালতের নিষেধাজ্ঞা লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।
Leave a comment