টাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে মারা গেছেন এক যাত্রী। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজি চালক।
মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক সড়কের নগরবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইল শহর থেকে ভূঞাপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা নগরবাড়ী এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে দ্রুতগামী একটি মাইক্রোবাস এসে সেটিকে ধাক্কা দেয়। ধাক্কার সঙ্গে সঙ্গে সিএনজির পিছনের অংশে থাকা গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয় এবং মুহূর্তেই আগুন ধরে যায়। চালক কোনোভাবে বাইরে বের হতে পারলেও ভেতরে থাকা একমাত্র যাত্রী আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং আহত সিএনজি চালক শান্তকে উদ্ধার করে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। তবে ততক্ষণে সিএনজিটি সম্পূর্ণ পুড়ে যায় এবং যাত্রীর মরদেহ বিকৃত হয়ে যায়। খবর পেয়ে ভূঞাপুর ও এলেঙ্গা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভূঞাপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার স্বপন আলী জানান,“আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ২০ মিনিট সময় লাগে। সিএনজিতে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই মারা গেছেন।”
তিনি আরও বলেন,“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসের ধাক্কার ফলে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এবং তাতেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনে সিএনজি সম্পূর্ণভাবে পুড়ে গেছে।”
ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত শেষে ফায়ার সার্ভিস ও পুলিশ নিহত যাত্রীর মরদেহ উদ্ধার করে কালিহাতী থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন,“নিহতের পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তে কাজ চলছে। দুর্ঘটনাস্থল থেকে মাইক্রোবাস ও সিএনজি দুটোই জব্দ করা হয়েছে।”
Leave a comment