জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচনে প্রার্থী হতে হলে জুলাই জাতীয় সনদ মেনে চলা এবং তার বাস্তবায়নের শপথ গ্রহণ বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ এ প্রস্তাবের কথা নিশ্চিত করে বলেন, প্রার্থী হলফনামা দিতে ব্যর্থ হলে তার প্রার্থিতা বাতিল হবে। এছাড়া, জুলাই সনদবিরোধী প্রচার চালালে প্রার্থিতা বাতিল এবং রাষ্ট্রদ্রোহ মামলা করার প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রস্তাবিত ‘প্রভেশিয়াল সাংবিধানিক আদেশ-২০২৫’-এ বলা হয়েছে, সংবিধানের ৭ অনুচ্ছেদ অনুযায়ী জুলাই অভ্যুত্থান জনগণের অভিপ্রায়ের সর্বোচ্চ প্রকাশ এবং এটি সংবিধানের সমমর্যাদার হবে। নির্বাচন আগেই প্রার্থীদের এটি মান্য করার হলফনামা দিতে হবে। জামায়াতের ব্যাখ্যা, যারা সংবিধান ও মুক্তিযুদ্ধকে মেনে রাজনীতি করবে, তাদের জন্য এটি প্রযোজ্য। সাংবিধানিক আদেশের অধীনে জারিকৃত নিয়ম ও বিধান ভবিষ্যতেও সকল আইনের উপরে প্রাধান্য পাবে এবং তা না মানা রাষ্ট্রদ্রোহ হিসেবে গণ্য হবে।
প্রস্তাবের মাধ্যমে জামায়াত আগামী সংসদে সংবিধান সংস্কারসহ জুলাই সনদে থাকা ৮৪টি সংস্কারের বাস্তবায়ন চায়। দলের বক্তব্য, আলোচনার মাধ্যমে সকল পক্ষের মধ্যে এ প্রস্তাব কার্যকর করার সমাধান সম্ভব।
Leave a comment