আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, তা ‘জুলাই চার্টারের’ ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
প্রেস সচিব বলেন, ‘জুলাই চার্টারের ওপর নির্ভর করবে আমাদের নির্বাচনের তারিখ।’ তিনি আরও ব্যাখ্যা করে বলেন, ‘ছয়টি সংস্কার কমিশন যে প্রতিবেদনগুলো দিয়েছে, সেগুলো নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলের সঙ্গে বিশদ আলোচনা করবে। আলোচনার পর সব দলের সম্মতিক্রমে একটি সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সিদ্ধান্তে স্বাক্ষরিত নথিই হবে জুলাই চার্টার।’
নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কে শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা আগেই বলেছেন, সম্ভাব্য সময় ডিসেম্বরের মধ্যে। কিছু সুপারিশ আমরা অন্তর্বর্তী সরকারের সময়ে বাস্তবায়ন করতে পারব। বাকিগুলো পরবর্তী সরকার বাস্তবায়ন করবে।’
রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার এই সংলাপের আয়োজন করেছে বলে জানান প্রেস সচিব।
Leave a comment