জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ড ও গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের সাতটি পৃথক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার প্রভাবশালী সদস্যসহ ৩৯ জনকে ।
অভিযুক্তদের তালিকায় রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী দীপু মনি, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, প্রধানমন্ত্রীর সাবেক বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ সাবেক উচ্চপদস্থ আমলা ও পুলিশের শীর্ষ কর্মকর্তা।
রোববার (২০ জুলাই) সকালে প্রিজনভ্যানে করে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয় তাদের। এ মামলাগুলোর শুনানি করছে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ।
এর আগে, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল ভারতে পলাতক অবস্থায় থাকা কয়েকজন অভিযুক্তসহ মোট ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। সেদিনও আনিসুল হক, সালমান এফ রহমান ও জুনাইদ আহমেদ পলকসহ আদালতে তোলা হয় ১৬ জনকে।
অভিযুক্তদের মধ্যে আরও রয়েছেন—সাবেক মন্ত্রী ফারুক খান, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, কামরুল ইসলাম, সাবেক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম।
২০২৪ সালের ১৭ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ছাত্র-জনতার ওপর নির্বিচার গুলি, হত্যাকাণ্ড ও নিপীড়নের অভিযোগে ট্রাইব্যুনাল শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে দুটি মামলায় তদন্ত শেষ করার নির্দেশ দেয়।
ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালানোর নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্তদের বিচার প্রক্রিয়া এগিয়ে চলছে।
Leave a comment