কারাগার থেকে মুক্তি পেয়েই নিজের মানসিক অবস্থার কথা জানালেন ঢাকাই সিনেমার তারকা নুসরাত ফারিয়া। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম।”
রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার দুপুর থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি। আজ মঙ্গলবার বিকেলে মুক্তি পান এই জনপ্রিয় অভিনেত্রী।
কারাগার থেকে বেরিয়ে আসার সময় নুসরাত গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। তবে বাসায় ফিরে বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট করেন। তাতে তিনি লেখেন, “এই সময়টাতে যাঁরা সর্বক্ষণ আমার পাশে ছিলেন, সেসব মানুষদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই।”
ফারিয়ার পোস্টে সহকর্মী, সাংবাদিক ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি লিখেছেন, “আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না। আমি সব সময় মনে রাখব, আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা।”
এই পোস্টে দুই ঘণ্টার মধ্যেই ৭৪ হাজারের বেশি রিঅ্যাকশন, প্রায় ৮ হাজার মন্তব্য ও আড়াই শতাধিক শেয়ার হয়। নেটিজেনদের অনেকেই তাঁর প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন, আবার কেউ কেউ ঘটনার স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন।
নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে শুরু থেকেই আলোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগমাধ্যমে। জানা গেছে, গত বছরের ১৯ জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় রাজধানীর ভাটারা এলাকায় এনামুল হক (৩৫) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। চলতি বছরের ৩ মে তিনি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ২৮৩ জনের বিরুদ্ধে একটি নালিশি মামলা করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতেই নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনায় ফারিয়ার ভক্ত-অনুরাগীরা যেমন উদ্বিগ্ন ছিলেন, তেমনি চলচ্চিত্র অঙ্গনের অনেকেই তাঁকে সমর্থন জানিয়ে পোস্ট দিয়েছেন। মুক্তির পর তাঁর শারীরিক ও মানসিক অবস্থার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সরব উপস্থিতি অনেককেই স্বস্তি দিয়েছে।
এদিকে, মামলার তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। গ্রেপ্তারের পেছনে প্রকৃত কারণ ও দায় নির্ধারণে তদন্তের ওপরই গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
Leave a comment