Home খেলাধুলা ক্রিকেট জিসানের ব্যাটিং ও রাকিবুলের বোলিংয়ে নেপালকে হারাল বাংলাদেশ ‘এ’
ক্রিকেটখেলাধুলা

জিসানের ব্যাটিং ও রাকিবুলের বোলিংয়ে নেপালকে হারাল বাংলাদেশ ‘এ’

Share
Share

ডারউইনে টপ এন্ড টি–টোয়েন্টি সিরিজে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। পাকিস্তান শাহিনসের বিপক্ষে হার দিয়ে আসর শুরু করলেও আজ শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপাল জাতীয় দলকে ৩২ রানে হারিয়েছে তারা। ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলেছেন ওপেনার জিসান আলম, আর বল হাতে আলো ছড়িয়েছেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান।

টস জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ১৮৬ রান তোলে বাংলাদেশ ‘এ’। ওপেনিং জুটিতেই তারা ৬২ রান সংগ্রহ করে। মোহাম্মদ নাঈম ১৮ বলে ২৫ রান করে আউট হলেও অপর প্রান্তে জিসান ছিলেন দুর্দান্ত ছন্দে। মাত্র ৪৬ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৭৩ রানের ঝোড়ো ইনিংস খেলে ফেরেন তিনি। এরপর আফিফ হোসেন দায়িত্ব নেন শেষ দিকে। ২৩ বলে অপরাজিত ৪৮ রান করেন তিনি, ইনিংসে ছিল ৯টি চার। যদিও সাইফ হাসান, নুরুল হাসান, মাহিদুল ইসলাম ও তোফায়েল আহমেদের ব্যাট থেকে বড় রান আসেনি। তবু আফিফের ইনিংসে ভর করেই ১৮৬ রানের লড়াইযোগ্য সংগ্রহ গড়ে দলটি।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই চাপে পড়ে নেপাল। দ্বিতীয় ওভারেই কুশল ভুরতেলকে ফিরিয়ে দেন হাসান মাহমুদ। এরপর রাকিবুল হাসান নেপালের ব্যাটিং লাইন ভেঙে দেন। তিনি টানা দুই বলে দীপেন্দ্র সিং ঐরী ও গুলশান ঝাকে এলবিডব্লুর ফাঁদে ফেলে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেছিলেন। যদিও হ্যাটট্রিক হয়নি, কিন্তু ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। হাসান মাহমুদও পান ২টি উইকেট।

নেপালের হয়ে কেবল কুশল মাল্লা কিছুটা প্রতিরোধ গড়েন। তিনি ৪৭ বলে অপরাজিত ৫৯ রান করলেও দলকে জয়ের কাছাকাছি নিতে পারেননি। নেপালের ইনিংস শেষ হয় ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রানে।

ফলাফল হিসেবে ৩২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ ‘এ’। আগামীকাল তাদের প্রতিপক্ষ পার্থ স্কর্চার্স একাডেমি। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হবে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দক্ষিণ ইউরোপের দাবানলে পুড়ছে গ্রিস

দক্ষিণ ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। গ্রিস, স্পেন, তুরস্ক ও আলবেনিয়ায় একের পর এক দাবানল ছড়িয়ে পড়েছে। শুধু গত ২৪...

“আমি ভবের পাগল নই, ভাবের পাগল” — সমু চৌধুরীর খোলামেলা স্বীকারোক্তি

ছোট ও বড় পর্দার পরিচিত মুখ সমু চৌধুরী সম্প্রতি একটি ব্যতিক্রমী ঘটনার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। টাঙ্গাইলের গফরগাঁওয়ের মিসকিন মাজারের...

Related Articles

কোহলি–রোহিতের ওয়ানডে থেকে বিদায়ের গুঞ্জন

ভারতীয় ক্রিকেটে এক যুগের দুই বড় নাম—বিরাট কোহলি ও রোহিত শর্মা—কে ঘিরে...

ভারতীয় ক্রিকেটার জানালেন বাংলাদেশের গালি হজমের অভিজ্ঞতা

ভারতের পেসার হর্ষিত রানা সম্প্রতি এক ইউটিউব পডকাস্টে বাংলাদেশের ক্রিকেটারদের কাছ থেকে...

অভ্যন্তরীণ দ্বন্দ্বে অস্থির বরিশাল, টুর্নামেন্টের নতুন মৌসুমে হস্তক্ষেপ বিসিবির

জাতীয় ক্রিকেট লিগের চার দিনের আসরে টানা তিন মৌসুম পয়েন্ট তালিকার তলানিতে...

বাংলাদেশের বিপক্ষে ছয় ম্যাচ খেলে কী শিক্ষা পেল পাকিস্তানি কোচ

শেষ ম্যাচটা পাকিস্তান জিতলেও সিরিজটা ছিল বাংলাদেশের। তবে পুরো সিরিজ জুড়ে পাওয়া...