আবার মাঠে ফিরছে বাংলাদেশ টেস্ট দল। প্রতিপক্ষ সেই চেনা জিম্বাবুয়ে। অনেকেই ভাবছেন, এই সিরিজটা সহজ হবে বাংলাদেশ দলের জন্য। কিন্তু সেই ধারনাতেই আপত্তি জানালেন দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে খেলা নিয়ে ব্যস্ত সময় পার করছেন নাজমুল। ঐতিহ্যবাহী আবাহনী-মোহামেডান ম্যাচের আগেই মুখোমুখি হলেন সংবাদমাধ্যমের। আর সেখানেই তিনি অনুরোধ করলেন, প্রতিপক্ষকে ছোট বা বড় বলে ভাগ না করতে। তার কথায়, ‘আমরা যেন ভাগাভাগি না করি যে জিম্বাবুয়ে বা অস্ট্রেলিয়া। প্রতিটি ম্যাচই আন্তর্জাতিক ম্যাচ। গুরুত্ব সব ম্যাচেই সমান।’
নাজমুল মনে করেন, প্রতিটি সিরিজেই চ্যালেঞ্জ থাকে—প্রতিপক্ষ যতই নামী বা অনামী হোক না কেন। তাই কোনো দলকে ছোট করে দেখা বা চাপ কম মনে করাটাই ভুল বার্তা দেয়। বরং মনোযোগ দিতে হবে কীভাবে ম্যাচের জন্য সঠিক প্রস্তুতি নেওয়া যায়।
প্রস্তুতির কথাই যখন উঠেছে, তখন স্বীকার করলেন আরেকটি বিষয়ও। দীর্ঘদিন পর টেস্টে ফিরছে বাংলাদেশ, আর এই সিরিজের জন্য সময়টা একটু কমই পাচ্ছে দল। মূলত প্রিমিয়ার লিগের ব্যস্ততার কারণে প্রস্তুতির সময় কমে গেছে। নাজমুল বলেন, ‘আরও ২-১ দিন সময় পেলে আরও ভালো হতো। তবে যারা দলে আছেন, তারা মানসিকভাবে প্রস্তুত।’
তবে জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচ থাকলেও আবাহনী-মোহামেডান ম্যাচকে তিনি ছোট করে দেখছেন না একটুও। সেটিকেও সমান গুরুত্ব দিচ্ছেন। ‘এই ম্যাচেও তো দর্শকদের অনেক চাওয়া-পাওয়া থাকে’—বললেন নাজমুল।
আগামী ১৫ এপ্রিল জিম্বাবুয়ে আসছে বাংলাদেশে। প্রথম টেস্ট শুরু হবে সিলেটে, ২০ এপ্রিল থেকে। চ্যালেঞ্জ যেকোনো দলের বিরুদ্ধেই থাকুক, বাংলাদেশ অধিনায়ক মনে করিয়ে দিলেন—জয়ের শুরুটা হয় সঠিক মানসিকতা দিয়ে, প্রতিপক্ষের নাম দেখে নয়।
Leave a comment