জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার আগে থেকেই ক্যাম্পাসে উত্তেজনা বাড়ছে। ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হক মজুমদার শিমুল অভিযোগ করেছেন, কমিটি ঘোষণার পর ছাত্রশিবির পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরণ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।
ছাত্রদল নেতার ফেসবুক পোস্ট
সোমবার রাতে নিজের ফেসবুক আইডিতে ‘জরুরি’ শিরোনামে একটি পোস্ট দিয়ে শিমুল জানান, ‘‘আমার কাছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য এসেছে যে, যেকোনো সময় ছাত্রদলের কমিটি ঘোষণা হতে পারে। এই সুযোগ কাজে লাগিয়ে শিবির গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’’
তিনি আরও বলেন, ‘‘তথ্য অনুযায়ী, কমিটি ঘোষণার পর রাতের আঁধারে শিবির তাদের নেতাকর্মীদের দিয়ে ‘কমিটি মানি না’ স্লোগান দিয়ে মিছিল করবে। মিছিল শেষে ককটেল বিস্ফোরণের মাধ্যমে পরিস্থিতি উত্তপ্ত করবে। এরপর দিন বেলা শিবিরের বি টিম ছাত্রদলের নামে সন্ত্রাসের অভিযোগ তুলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলনে নামবে।’’
শিবিরের ষড়যন্ত্রের অভিযোগ
শিমুল তার পোস্টে ছাত্রশিবিরকে ‘‘অন্ধকারের শক্তি’’ আখ্যা দিয়ে বলেন, ‘‘শিবির জাবিসহ দেশের সব ক্যাম্পাসে ষড়যন্ত্রের জাল বিস্তার করতে চাইছে। এদের পরিকল্পনা সফল হতে দেওয়া যাবে না।’’
বিতর্ক ও প্রতিক্রিয়া
শাহরিয়ার শিমুলের পোস্ট ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শতাধিকবার শেয়ার হয়েছে। তবে পোস্টটি নিয়ে মতবিরোধও দেখা দিয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক হাসান আল মাহমুদ শিমুলের পোস্ট শেয়ার করে লেখেন, ‘‘জাবি ছাত্রদলে মূলত দুই সিনিয়র নেতাকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। ক্যাম্পাসে এর আগেও ডাল-ভাত কর্মসূচি নিয়ে এক গ্রুপের ওপর আরেক গ্রুপের হামলার ঘটনা ঘটেছে। এখন কমিটি ঘোষণার আগে বড় সংঘর্ষের আশঙ্কা রয়েছে। শিমুল ভাই আগেভাগেই এর দায় শিবিরের ওপর চাপিয়ে রাখলেন।’’
পরিস্থিতি নজরদারিতে প্রশাসন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি শান্ত রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে। ছাত্ররাজনীতির নামে কোনো সহিংসতা বরদাস্ত করা হবে না বলে তারা হুঁশিয়ারি দিয়েছে।
ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা ঘিরে ক্যাম্পাসজুড়ে উত্তেজনা বিরাজ করছে, যা শিগগিরই নতুন দিক পেতে পারে বলে মনে করা হচ্ছে।
Leave a comment